মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৯ এপ্রিল, ২০২৪
মনে রাখতে হবে দলের চেয়ে দেশ বড়। তাই নিজ দলের স্বার্থ কিংবা ক্ষমতা টিকাতে দেশের এতবড় স্বনামধন্য প্রতিষ্ঠানকে ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দেয়া যায় না। তাই সকলের স্বার্থে দেশের স্বার্থে জনগণের পাশাপাশি সরকারকে বেশি আত্মপরিচয় দিতে হবে।
MF SAIFUL ISLAM, ১৯ এপ্রিল, ২০২৪
শুধু বুয়েট কেন বর্তমান বাস্তবতার নিরিখে বুয়েট সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চিরতরে বন্ধ করা উচিৎ।। এই ছাত্র রাজনীতি সেই ' ৫২ তথা স্বাধীনতা সংগ্রামের দোহাই দিয়ে বর্তমানে ভাগবাটোয়ারা + টেন্ডারবাজির রাজনীতির মাধ্যমে বর্তমান ছাত্র সমাজ কে এক নিশ্চিত অন্ধকার গহ্বরের দিকে ধাবিত করছে বর্তমানের কথিত সুবিধাবাদী একটি কুচক্রী মহল রাজনৈতিক চক্র।। তাই অচিরেই কোমলমতি ছাত্র ছাত্রী দের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই নোংরা রাজনীতি বন্ধ করা অতীব জরুরী।।