মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ আবু জাহেদ, ২৪ এপ্রিল, ২০২৪
সাজানো নাটকে যদি কোন যোগ্য ও নিরপরাধ মানুষ সাজা প্রাপ্ত হয় তা কিন্তু চরম অন্যায় হবে। যাদের হাত দিয়ে এই অন্যায় হবে তাদের ক্ষমা নাই। কারণ ইতিহাস বড়ই নিষ্ঠুর।
এস,ইয়াসমিন।, ২৪ এপ্রিল, ২০২৪
দুঃখজনক,।গণতান্ত্রিক দেশে ভিন্ন ভিন্ন দল মত থাকাটাই স্বাভাবিক। যেহেতু উনি একটি পেশার সাথে জড়িত ওনারও সংগঠন থাকাটাই স্বাভাবিক। আর সংগঠনের সুবিধা অসুবিধা নিয়ে যখন কথা বলা শুরু করেছে তখনই তাঁকে এ শাস্তি দেওয়া হলো। যেটা চরম অমানবিকতা। পক্ষান্তরে আর এক শিক্ষক সরাসরি দল করে যখন পরিষদের সদস্য হয় তখন তার কিছু হয় না।
Md.Moksedul Islam, ২৪ এপ্রিল, ২০২৪
একজন সৎ শিক্ষক নেতাকে অসৎ উদ্দেশ্যে চাকরি থেকে বরখাস্ত করায়। এর তীব্র নিন্দা জানাই। আল্লাহ তাকে ধর্য্যধারনে তউফিক দান করুন।
Raju mia, ২৪ এপ্রিল, ২০২৪
নীতিহীন রাজনীতির শিকার, বলে মনে হচ্ছে...
Tabiatkowser, ২৩ এপ্রিল, ২০২৪
অতি বেদনায়ক। যেই মানুষ ৫লক্ষ শিক্ষক কর্মচারীদের অধিকার আদায়ে মাঠে ছিল সোচ্ছার। এর ফলে তিনি হয়ে গেলেন পরে দূর্ণীতিবাজ। তাই বিষয়টি সঠিক তদন্ত করার জন্য অনুরোধ রইল। আর অতি দ্রুত এই রায়ের বিরুদ্ধে আপীল করার জন্য অনুরোধ জানাচ্ছি।
Md. Jaber Hossain, Assistant Teacher: Chatal Baghata school & college, Katiadi,Kishoreganj. Mobile :01723720991, ২৩ এপ্রিল, ২০২৪
আসলে এদেশে মানুষের কথা বলার স্বাধীনতা নেই।
Bikash Halder, ২৩ এপ্রিল, ২০২৪
শিক্ষক সমাজের এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ না করলে ভবিষ্যতে কেহ নেতৃত্ব দিতে আসবে না।
Kazi Ashraf, ২৩ এপ্রিল, ২০২৪
মনে হয়, কোন ঝামেলা হয়েছে। অথবা তিনি কোন পক্ষের হিংসার শিকার হয়েছেন। এত দিন তার কোন দোষ নেই। যেই তিনি শিক্ষকদের অধিকার নিয়ে বলা শুরু করলেন, সেই তিনি দুর্নীতিবাজ হয়ে চাকুরী হারালেন। অনেক বেদনাদায়ক।
mohd.suza uddin, ২৩ এপ্রিল, ২০২৪
এসবের মধ্যে কোনো ঝামেলা আছে হয়তো।
Md.Hamayat Hossain, ২৩ এপ্রিল, ২০২৪
ন্যায় বিচার হলোনা মনে হচ্ছে।
মহিউদ্দিন আহমেদ, ২৩ এপ্রিল, ২০২৪
নিসন্দেহে তিনি কপট রাজনৈতিক চালে বন্দী ও রানৈতিক জুলুমের শিকার। আল্লাহ তুমি মাজলুমকে সাহায্য করো ও কুচক্রী মহলকে ধ্বংস করো।
Mostaq ahmed, ২৩ এপ্রিল, ২০২৪
ভালো কাজের ফল এ রকমই হয়,এটা আন্দোলনের ফল।