মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Salim Ullah, ২৬ এপ্রিল, ২০২৪
সরকার, শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষামন্ত্রীকে বিতর্কিত করার লক্ষ্যে একের পর এক এলোমেলো সিদ্ধান্ত যে নেয়া হচ্ছে -শণিবারের ছুটি বাতিল তার মধ্যে অন্যতম। জাতীর বিবেক বলে খ্যাত-- দেশের বিশাল শিক্ষক সমাজের সাথে মস্করা করতে এদের বাধে না। কাউকে কিছু দিয়ে তা কেড়ে নিলে কী প্রতিক্রিয়া ও অনুভুতি হয় তা বোঝার ক্ষমতা এই কর্তৃপক্ষের আছে কিনা সন্দেহ হচ্ছে। আসলে এদের কোন লজ্জা নেই, কিন্তু আমরা যারা এই সরকারকে পছন্দ করি আমাদের লজ্জার অন্ত নেই। প্রতিপক্ষের প্রশ্নের প্রেক্ষিতে আমাদের কোন জবাব নেই
Bikash Halder, ২৫ এপ্রিল, ২০২৪
শনিবার শ্রেণির কার্যক্রম চালালে প্রতিষ্ঠান ৪ টায় ছুটি দেয়া এরং বৃহস্পতিবার অর্ধদিবস শ্রেণির কার্যক্রম হওয়ার কথা।
Tabiatkowser, ২৫ এপ্রিল, ২০২৪
দেশের বর্তমান তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাহলে গত ১ সপ্তাহ কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলো? এর কোন যৌক্তিকথা রয়েছে? নাকি আত্মঘাতী সিদ্ধান্ত? তাও একবার ভেবে দেখার বিষয়।
মহঃ আবু কায়েশ, ২৫ এপ্রিল, ২০২৪
১৫ রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিলো। তাহলে শনিবার প্রতিষ্ঠান খোলা রাখার কারন টা কি????? গত শনিবার থেকে বৃহঃবার ৫ দিন অতিরিক্ত গরমের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। শিক্ষা ডটকমের মতো একটা সুনামধন্য পত্রিকা যদি বলে, ৭ দিন ছুটি ঘোষনা করা হয়েছে। তাহলে বলবো এরা কি গনিত বোঝেন না??? তাছাড়া গ্রীষ্মকালিন ছুটি তো রয়েছে। প্রয়োজনে গ্রীষ্মকালিন ছুটি বাতিল করা হোক। তাই বলে শনিবার প্রতিষ্ঠান খোলা থাকবে এটা মেনে নেয়া যায়না। এই সরকারের কোনোকিছু দেওয়ার মুরোদ নেই.. ......সকাল বিকালে নিয়ম করার মুরোদ আছে। এরা যে কি করবে সেটা বুঝে ঊঠতে পারছে না। ১২৫০০// টাকা বেতন, একটু নিয়ম না করলে কি হয়?? তাই একবার শনিবার বন্ধ ঘোষনা করলেন। আবার রমজান মাসে ১৫ রমজান পর্যন্ত খোলা রাখা হলো। এখন আবার বলছে শনিবার খোলা রাখতে হবে।শনিবার যদি খোলা থাকবে তাহলে রমজান মাস খোলা রাখলেন কেন??? শিক্ষা আজ ধ্বংশ হয়ে গেছে। নতুন কারিকুলাম আজ ধ্বংশের দ্বার প্রান্তে। এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নতুন কারিকুলামে কোনো পরিক্ষা হবে কি না??? প্রশ্নের ধরন কেমন,.... সবই হযবরল।।।।