কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাহাতে সকল বেসরকারি শিক্ষক -কর্মচারীদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
Tabiatkowser, ২৬ এপ্রিল, ২০২৪
আপনারা ক্ষমতায় গিয়ে মিথ্যা কথা বলে শুধু শুধু আশা দিয়ে লাভ কি? কথা দিয়ে কথা রাখাটাই হলো একজন ঈমানদারের আসল পরিচয়।
Md. Shahabul Islam, ২৬ এপ্রিল, ২০২৪
মূল জায়গা সংস্কার না করে এদিক সেদিক করে কারিকুলাম বাস্তবায়ন হবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে!! যতদিন তা উপলব্ধি করতে না পারবেন ততদিন কিছু হবে বলে মনে হয়না।
Tabiatkowser, ২৬ এপ্রিল, ২০২৪
শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা মন্ত্রণালয় এসব সেক্টরগুলো সম্পুর্ন স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান মনে করা প্রত্যেক রাজনৈতিক দলের খেয়াল করা দরকার। এ বিষয়ে কোন কারো রাজনৈতিক ফায়দা হাসিল করার চিন্তা ভাবনা করা একেবারে নিচক ব্যাপার মাত্র। বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদ পাওয়ার পর থেকে এ পর্যন্ত শিক্ষকদের জন্য কোন কিছুই করেনি বরং তিনি পূর্বের শিক্ষামন্ত্রীর পদে হাটছে। যেহেতু তিনি ইসকনের সদস্য। তাই তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু নিয়মবিধির ক্ষেত্রে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে। দ্রুত এই একঘোয়েমি মন্ত্রীকে তার পাওয়া পদ থেকে সরিয়ে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে যিনি শিক্ষকবান্ধব হবেন তাকে শিক্ষামন্ত্রীর পদে অধিষ্ঠিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য শিক্ষকদের অধিকার নিয়ে যেন কেউ দালালি করতে না পারে সকল শিক্ষকদের সজাগ থাকতে হবে। সাথে সাথে শিক্ষকদের অধিকার আদায়ে দ্রুত আন্দোলন করার জন্য প্রস্তুতি নিতে সকল শিক্ষক সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
Tabiatkowser, ২৬ এপ্রিল, ২০২৪
এ ধরনের আশার বাণীর প্রতি সকল শিক্ষক সমাজের ধিক্কার জানা প্রয়োজন। সোজা আঙ্গুলে ঘি উঠে না তাই অধিকার আদায়ের জন্য সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে এ পর্যন্ত সকল অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। তাই শিক্ষকদের অধিকার আদায় করতে হলে আন্দোলনের বিকল্প কোন পথ নেই।