সম্প্রতি একজন উকিল শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও বিশেষ করে শিক্ষামন্ত্রীকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এ নিয়ে অভিভাবক, পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া বা আলোচনা শোনা না গেলেও নন-এমপিও ও এমপিওভুক্ত কিছু সংখ্যক শিক্ষক ও কর্মচারী ফেসবুকে নানা মন্তব্য করছেন। আমি মনে করি দৈনিক শিক্ষার মত একটি দায়িত্ববান দেশের ডিজিটাল পত্রিকা হিসেবেই সবাই চিনে ও জানে। তাই এ ধরনের মন্তব্য দৈনিক শিক্ষার না করা উচিত ছিল। তাহলে ব্যাপারটা কেমন হলো যে দেশের ইউনিভার্সিটি, সরকারি কলেজ ও স্কুলকে বেসরকারি স্কুলের শিক্ষকরা ডিঙ্গিয়ে গেল না? এতে স্পটত বৈষম্যের ইঙ্গিত বহন করে। বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের ও শিক্ষামন্ত্রীর উগ্র আচরণ শুধু দেশের আপামর শিক্ষক ও শিক্ষার্থীদের মনে আঘাত করেনি বরং দেশের বাইরেও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রীর আচরণকে অশেষ নেতিবাচক হিসেবে মনে করা হয়েছে। উল্লেখ্য দৈনিক শিক্ষা সরকারি ও বেসরকারি শিক্ষকদের একমাত্র বিশ্বাসের আস্থা ও ঠিকানা