এসব আমলারা এদেশের নাগরিক হলেও এদের নামের পিছনে একটি উপাধি লুকায়িত রয়েছে। ঐ উপাধিটা হলো অমানুষ। এসব আমলাদের আয়কৃত টাকার ৯০% আয় অবৈধভাবে এসে থাকে। আর এসব আয়ের মাধ্যমে তারা তাদের সন্তান-সন্তানাদির আগমন ঘটে। তাহলে এবার কি বলতে পারেন যে এসব অমানুষদের থেকে কখনো ভাল মানুষের কোন আশা করা যায়? সেই হিসেবে এসব অমানুষের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করি।
Tabiatkowser, ০৬ মে, ২০২৪
এসব আমলারা এদেশের নাগরিক হলেও এদের নামের পিছনে একটি উপাধি লুকায়িত রয়েছে। ঐ উপাধিটা হলো অমানুষ। এসব আমলাদের আয়কৃত টাকার ৯০% আয় অবৈধভাবে এসে থাকে। আর এসব আয়ের মাধ্যমে তারা তাদের সন্তান-সন্তানাদির আগমন ঘটে। তাহলে এবার কি বলতে পারেন যে এসব অমানুষদের থেকে কখনো ভাল মানুষের কোন আশা করা যায়? সেই হিসেবে এসব অমানুষের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করি।