মাননীয় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন! কিছু টা হলেও তিনি করেছেন। পরবর্তীতে যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী হতে হবে, এমনটা আশা করা যায়। স্কুলের শিক্ষকগণ ডিগ্রি বা তার বেশি শিক্ষিত অথচ তাদেরকে নির্দেশনা দিবে আন্ডারমেট্রিকরা। এটা কী মানা যায়। মাদ্রাসায়ও করা দরকার। পরবর্তীতে ভুয়া সাটিফিকেট যেন দিতে না পারে তাও ভেরিপাই করা উচিত।
MNS NAYAN, ১০ মে, ২০২৪
আমি একটি কলেজের শিক্ষক। আমার কলেজে 2014 সাল থেকে একটানা একই ব্যাক্তি সভাপতি আছে। নিয়ম শুধু কাগজে কলমে বাস্তবে প্রয়োগ খুবই কম।
Md. Shahabul Islam, ০৯ মে, ২০২৪
পাগলামির একটা সীমা থাকা দরকার,প্রাইমারিতে সভাপতি হতে হলে স্নাতক। মাধ্যমিক /উচ্চমাধ্যমিকে সভাপতি হতে হলে লাগবে উচ্চমাধ্যমিক পাশ!!! কোন দেশে বাস করি আমরা!!!!