দেশের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা ব্যবস্থায় যে ধরনের সিদ্ধান্তহীনতায় কিংকর্তব্যবিমূঢ় হয়েছে। শিক্ষা ব্যবস্থায় গতিশীল আনতে একটি সুন্দর দিক নির্দেশনা দিতে পারছে না। প্রতিনিয়ত শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবক হতাশায় ভুগছে। উল্লেখ্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করে শিক্ষকরা। আর এ কাজ যখন অন্যদের উপর ন্যস্ত হয় তাহলে এমন ধরনের ধন্য দশা ও অগোছালো কার্যাবলী হতেই থাকবে এটিই স্বাভাবিক।
Ashis Kumar Barman, ১৪ মে, ২০২৪
পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এমন ব্যাপার হয়েছে শিক্ষা ব্যবস্থায়। কখন কি নিদের্শনা আসছে বলা/ যাচ্ছে না।
ধন্যবাদ