উপবৃত্তির মোবাইল তথ্য সংশোধন এর জন্য সময়ের প্রয়োজন তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ সময় বাড়ানোর জন্য সার্ভারটি এখন বন্ধ রয়েছে অতি তাড়াতাড়ি সাভার খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি
মহঃ আবু কায়েশ, ১৬ মে, ২০২৪
প্রথমে ৬% কর্তন। ঘাটতি দুর হয়নি? তারপর অতিরিক্ত আরও ৪% কর্তন। তবুও ঘাটতি দুর হয়নি? এখন গরীব ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০ টাকা গ্রহন। এরপর হয়ত বলবে সকল শিক্ষক থালা নিয়ে ট্রেনে কিংবা হাটে গিয়ে ভিক্ষা করে টাকা জমা দেন। হায়রে বাংলাদেশ, বঙ্গবন্ধুর সেই বিখ্যাত ঊক্তিটি মনে পড়ে যায়। সবাই পেয়েছে সোনার খনি আর আমরা পেয়েছি চোরের খনি। কানাডায় বিলাসবহুল বাড়ি, গাড়ি। দোবাইতে বিলাসবহুল গাড়ি বাড়ি। আর শিক্ষকদের মাসে বেতন ১২৫০০// টাকা। ২৫% অর্থাৎ ৩১২৫ টাকা ঈদ বোনাস। আর অবসরের পর বছরের পর বছর অবসর সুবিধা না পাওয়ার যন্ত্রনা। এই বেতন দিয়ে বাড়ি ভাড়া দিবে নাকি ৩০০ মাইল দুরে যাতায়াত কিংবা চিকিৎসা খরচ চালাবে নাকি সংসার চালাবে নাকি বাবা মা, ভাই বোনের জন্য কিছু টাকা পাঠাবে?? জাতীর বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।
Tabiatkowser, ১৬ মে, ২০২৪
সাজু বাটপার কি অবসর ও কল্যাণ তহবিলের টাকা লুটে খাচ্ছে?