মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ২৭ মে, ২০২৪
শিক্ষক নিবন্ধন সনদ ধারী ৫ম গণবিজ্ঞপ্তির কম আবেদন হওয়ার প্রধান কারণ হচ্ছে শিক্ষকদের বেতন-ভাতা কম এই পেশায় বদলি নাই বাড়ি ভাড়া মাত্র ১০০০ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা নেই। ১৬ম ও ১৭ম নিবন্ধন সনদ ধারী মোট সংখ্যা কত আবেদনের সংখ্যা কত । মেধাবী শিক্ষার্থীদের এই পেশায় আসতে চায় না কারণ শিক্ষকদের বেতন কম।
ABDUL ZOLIL, ২৬ মে, ২০২৪
৫ম গনবিজ্ঞপ্তিতে বেশি পরিমাণ আবেদন না পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় কারণ হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারা। ১। নিজ বাড়ি থেকে শতশত মাইল দূরের কোন প্রতিষ্ঠানে চাকরি এবং নিম্ন মানের বেতন (১২৫০০)। তাছাড়া এই চাকরিতে কোন মানুষের ভবিষ্যৎ নেই। তাই ২। চাকরির শুরুতেই পুলিশ ভেরিফিকেশন দেখে প্রার্থী মনে করে এটাতো সরকারি চাকরি কিন্তু চাকরিতে যোগদানের পর শুরু হয় কমিটি ও প্রধান শিক্ষকের বিভিন্ন মানসিক নির্যাতন। তাই অনেকেই চাকরি ছেড়ে অন্য চাকরিতে অথবা ব্যবসায় যোগদান করেছেন। ৩। প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ অর্থাৎ বদলির সুযোগ না থাকা। ৪। শিক্ষকদের প্রতি বিভিন্ন ধরনের মিথ্যাচার। ৫। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের শুধু বিভিন্ন ধরনের মিথ্যা আস্বাস। যেমন শিক্ষকদের কোন অর্থনৈতিক স্বচ্ছলতা নেই, নেই তাদের সমাজের মধ্যে কোন সম্মান।