সিদ্দিকুর রহমান ভাই, আমি নিবন্ধন ধারীনা, তবু আপনাকে বিনয়ের সাথে বলি,আমি আপনাদের দৈনিক শিক্ষা এবং ফেসবুকের মাধ্যমে নিবন্ধন ধারীদের পোস্টগুলো প্রায়ই দেখতে পায় এবং বুঝতে পারি যে তারা খুবই মর্মাহত নিয়োগ না পেয়ে তারা অনেকেই হতাশাগস্তায় আছে, পরলে ১-১২তমদের জন্য কিছু করেন, দুনিয়া চিরস্থায়ী না,অনেক লোক শিক্ষকতা পেশার আশায় অপেক্ষা করছে।
md. rafikul islam, ২৯ মে, ২০২৪
এ পেশায় আর্থিক ভাবে সচ্ছলতা নিয়ে চলতে পারবো এই আশা আর করি না।আমি৫ম শ্রেণিতে পড়ার সময় আমার প্রিয় শিক্ষক থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি এবং তাঁর মতোই বিএসসি পড়েছি।তখন ভাবিনি যে এভাবে দিন যাবে না।আজ বুঝি এই বেতনে সংসার চলে না। এখন আমার ছেলেকে বিসিএস (শিক্ষা) দিতে বললেও সে না করে। আমার ছেলে শিক্ষককে পেশার মাঝে সবচেয়ে নিচু মনে করে।আমি এই লজ্জা কোথায় কাকে বলি।২০০১ থেকে চাকরি করলেও বাসাভাড়া ১০০০ ই পাই।টাকার অভাব আছে বলেই এখনো কক্সবাজার যাওয়া হয়ে উঠে নি।কোন রকমে ছেলেকে বুঝিয়ে চলছি।আমি দেখি,যারা প্রাইভেট পড়ায়,তারা ক্লাসে পড়ায় না।তবেআমি কি তাই করবো? বিবেব তো সায় দেয় না। শিক্ষা নিয়ে এগিয়ে চলার জন্য ভালো নেতৃত্বের অপেক্ষায় রইলাম।