মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mohammad Zakir Hossain Miajee, ১৮ জুন, ২০২৪
আমরা রমজান মাসে অতিরিক্ত ০৯দিন ক্লাস করেছি। ঈদের আগে ৫টা শনিবার ক্লাস করেছি, এরপরেও শিখন ঘাটতি কিভাবে হল। নতুন কারিকুলামে সপ্তাহে ২দিন বন্ধ রাখার বিধান রেখেই শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা তৈরি করা হয়েছে, তখন শিখন ঘাটতি ছিলনা এখন কোত্থেকে আসল? শুধু শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিয়ে ভাবলে হবেনা, শিক্ষকদের কি কি ঘাটতি আছে তা পূরনের মানসিকতা থাকতে হবে। পৃথিবীর কোন দেশে শিক্ষকরা বাড়ি ভাড়া ১০০০টাকা, মেডিকেল ৫০০টাকা এবং ঈদ বোনাস ২৫%পায় একমাত্র বাংলাদেশ ছাড়া। আগে শিক্ষকদের চাহিদা পূরন করুন, শিখন ঘাটতি কিভাবে পূরণ করতে হবে তা সংশ্লিষ্ট বিষয় শিক্ষক চিন্তা করবেন।
Anisur Rahman Mridha, ১৮ জুন, ২০২৪
শুধুই কমে,বৃদ্ধির কোন সুখবর নেই!
Santosh Kumar Das, ১৮ জুন, ২০২৪
এই মূহুর্তে যেহেতু বন্যা, তাই বিদ্যালয় বন্ধ থাকাটা শ্রেয়।
Md shihab uddin, ১৮ জুন, ২০২৪
ছুটির তালিকা করার সময় এই হিসাবটা করে তালিকা করা ভাল ছিলো। এখন ছুটি দিয়ে নাটক করার কোন প্রয়োজন আছে কী? আসলে মনে হয় বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষকদের কোন রাগের বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছে।
Jagrota Ray, ১৮ জুন, ২০২৪
প্রতিষ্ঠান প্রধান যে এত টাকা মেরে খায় তার হিসাব না রেখে ছুটির হিসাব রাখলে শিক্ষা ধ্বংসের দিকে এগিয়ে যাবে এটা নিশ্চিত ভাবে বলা যায়
মহঃ আবু কায়েশ, ১৮ জুন, ২০২৪
আমি মনে করি এটি একটি ভালো ঊদ্দ্যোগ কারন শনিবারের ছুটি বহাল থাকলে গ্রীষ্মকালিন ছুটি কমে গেলেও শিক্ষকদের আপত্তি থাকার কথা না।
শাহজাহান আলী, ১৮ জুন, ২০২৪
বাংলাদেশের ইতিহাসে এধরণে শিক্ষামন্ত্রী দেখিনি।
DELOWAR HOSSAIN, ১৮ জুন, ২০২৪
শিক্ষাক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে।
A. H. M. Faruque Rahman, ১৮ জুন, ২০২৪
এখন সব প্রতিষ্ঠানের ছুটি ঘোষনা করা হয়ে গেছে। আবার যদি ছুটি কমানো হয় তাহলে কি প্রতিষ্ঠান প্রধানগণ ছাত্র ছাত্রীদের বাড়ি যেয়ে ডেকে স্কুলে নিয়ে আসবে? সিদ্ধান্ত নেওয়ার একটা স্বাভাবিকতা থাকা উচিত।
Anisur Rahman Mridha, ১৮ জুন, ২০২৪
মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় এমপিও শিক্ষকদের বৈষম্য দূর করতে গবেষণা শুরু হয়, কখনো শেষ হয় না। দয়া করে বেতন বৈষম্য নিরসন করুন, শিক্ষকরা সন্তুষ্ট চিত্তে সকল আদেশ মেনে নিতে প্রস্তুত।
কামরুন্নাহার, ১৭ জুন, ২০২৪
শনিবারের ছুটি বহাল রাখাটা সত্যি দরকার এতে করে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক দিক সঠিক থাকে।
মো:আলাউদ্দিন, ১৭ জুন, ২০২৪
বন্ধ বহাল থাকাই আমি মনে করি ভাল।
Mohit Ray, Assistant Teacher, Joynob School & College, Shariatpur., ১৭ জুন, ২০২৪
স্বরণকালের ইতিহাসে বাজে শিক্ষামন্ত্রী ।গ্রীষ্মের ছুটি কি এর আগে কোন বছর হয় নি? তখন কি এমন ঘাটতি হয়েছিল?যে জাতি শিক্ষকদের সম্মান দিতে জানে না,সে জাতি কখনো মাথা উচু করে দাড়াতে পারে না।আগামীতে শিক্ষকদের সন্তান বা শিক্ষা সংশ্লিস্ট কাউকে শিক্ষামন্ত্রী রাখার জোর দাবি জানাচ্ছি,
মো: রমজান আলী, ১৭ জুন, ২০২৪
শিক্ষা মন্ত্রনালয় কি করা উচিত তা স্থীর করতে পারছেনা।