মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ হাফিজুল ইসলাম মানিক মাস্টার, ০৪ জুলাই, ২০২৪
এম পি মহোদয়ের বক্তব্য সম্পুর্ন সত্য।
md. shamsul hoque, ০২ জুলাই, ২০২৪
সাদি সাহেব ! এমপি মহোদয়ের কথায় আপনি চ্যালেঞ্জ করছেন , আমার মাধবপুর হাই স্কুল , নলডাংগা, নাটোর এর সহ শিক্ষক মোঃ দুলালুর রহমানের মৃত্যু জনিত কারনে অবসর ও কল্যাণ তহবিলের টাকার জন্য আবেদন করা হয়েছে ২০২১ ইং সালের মার্চ মাসে। এখনও তাঁর টাকার কোন হদিস হোলো না। এর জবাব কী দেবেন?
Md.Fazor Ali, ০২ জুলাই, ২০২৪
আমার মনে হয় অবসর বোর্ডের টাকা শিক্ষকেরা সময়মতো পায় না
Md. Joynal Abedin, ০১ জুলাই, ২০২৪
জনৈক সহকারী অধ্যাপক গত ০১/০৮/২০২১ খ্রি. তারিখে অবসরে গেলেও তা‍ঁর অনলাইন আবেদনের রিভিউ অপশনে আজকেও লিখা রয়েছে "এটির কার্যক্রম শুরু হবে ৩ মাস পর" । অর্থাৎ সাধারণ আবেদনের তারিখ হতে ৩ বছরের মধ্যে কোন কার্যক্রম শুরুই হয় না, টাকা পাওয়া তো দূরের কথা।
Md. Khamirul Islam, ০১ জুলাই, ২০২৪
মাননীয় সচিব সাহেবের টাকার কথা তো মনে আছে এটা ভালো কিন্তু তিনি মৃত শিক্ষকের চোদ্দ গুষ্টি চেনেন। এটা আরো খুবেই খুশির কথা। দেশের সব কর্মচারী ১ বা ২ তারিখে পায় তাহলে mpo শিক্ষকদের ৬ বা ৭ এর পরে হয়। হায়রে তেল বাজ।
মোঃ ইউসুফ আলী, মাগুরা এম.ইউ আলিম মাদ্রাসা, ০১ জুলাই, ২০২৪
১ বছর ২ মাসের মধ্যেই পেয়ে গেছেন এ সময় টা কি কম? আরও দ্রুত দেওয়া দরকার । কারণ অনেক শিক্ষক অবসরের টাকা না পেয়েই কষ্টে জীবন কাটান এমন কি অনেকেই মৃতবরণ করছে কিন্ত অবসরের টাকা পাননি।