খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের ছেলেমেয়েদের এখন বই পড়া বাদ দিয়ে রাস্তায় নামতে হচ্ছে। যারা মেধাবী তাঁরা চাকরি পাবেন এটাই স্বাভাবিক। যেই কারণে বা যাঁর জন্য কোটা দরকার তাকে সরকার ভাতা দিবেন অথবা রাষ্ট্র তাকে পুনর্বাসন করবেন এটাই আধুনিক রাষ্ট্র নীতি হওয়া উচিত। একজন মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখেছেন দেশের জন্য, দেশ এখন তার সমস্ত প্রয়োজন সসম্মানে পূরণ করবেন এটাই প্রত্যাশা। কিন্তু তার সন্তান যদি মেধাবী না হয় সেই দায়িত্ব রাষ্ট্রের নয়, প্রয়োজন হলে রাষ্ট্র তাকেও পড়াশোনা করার জন্য ভাতা দিক। কিন্তু মেধার অবমূল্যায়ন করা কোন অবস্থাতেই গ্রহণ যোগ্য নয়। একটি পদে অদক্ষ লোক নিয়োগ দেয়া হলে রাষ্ট্রের যেমন অনেকগুলি টাকা অপচয় হবে এবং অপর দিকে মেধার চর্চা বন্ধ হবে।