মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ সিদ্দিকুর রহমান, ০৯ জুলাই, ২০২৪
স্যার খুব সুন্দর কথাগুলা বলেছেন যেগুলো অনেক যৌক্তিক। কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত এই শিক্ষকদের অবস্থার উন্নয়ন না ঘটাবেন তত দিন পর্যন্ত শিক্ষায় ভালো ফল পাবেন বলে আমার মনে হয় না। শিক্ষায় কাঙ্খিত উন্নয়ন ঘটাতে চাইলে অবশ্যই শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন আগে ঘটাতে হবে।
MD: AKASH, ০৮ জুলাই, ২০২৪
শিক্ষকদের দিবেন কম, শিক্ষকের নিকট থেকে আশা করবেন বেশী। এক কেজি আটা দিয়ে 16 টি রুটি হয়। আটা দিবেন মেপে ঠিক 1 কেজি। কিন্তু রুটি চাইবেন 62 পিচ! এ কি সম্ভব?
Mofazzal, ০৭ জুলাই, ২০২৪
আমার বৃদ্ধ বাবা-মা কে রেখে বগুড়া হতে কক্সবাজার আছি, বাকিটা বলার ভাষা নেই।
Md. Shafiqul Islam, ০৭ জুলাই, ২০২৪
নিজেদের ভাল সবাই বোঝে, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ভিন্ন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন, "এমপিওভুক্ত শিক্ষকদের সরকার নিয়োগ দেয় না", তাহলে-এনটিআরসিএ কে?
মো:আতাউর রহমান, ০৭ জুলাই, ২০২৪
আমিও একজন সহকারি শিক্ষক। আমার স্কুলের নাম। হরিনা বালিকা উচ্চ বিদ্যালয় টুকুরিয়া পীরগঞ্জ। রংপুর। আমার হেড স্যার আমাকে বি এড স্কেল দিচ্ছে না। সিনিয়ার স্কেল দিচ্ছে না। তা হলে আমি কত কোর্ডে বেতন পাই। কি যন্ত্রনায় ভুগছি। কি করব উপায় পাছি না। তার দাপট বেশি কারন কমিটি তার। আমাদের কষ্ট কেউ দেখে না। আল্লাহ ছাড়া কেউ নেই।
Md.sumon Mondol, ০৭ জুলাই, ২০২৪
ধন্যবাদ স্যার অনেক সুন্দর লিখেছেন
MD.MAHMUD HASAN, ০৭ জুলাই, ২০২৪
ধন্যবাদ স্যার,তথ্য বহুল আলোচনার জন্য ।
Tabiatkowser, ০৭ জুলাই, ২০২৪
সহমত পোষণ করি।
Abdul Mannan, ০৭ জুলাই, ২০২৪
শিক্ষা স্বাস্থ্য রক্ষা করতে না পারলে জাতির উন্নয়ন সম্ভব না।
Abdul Mannan, ০৭ জুলাই, ২০২৪
শিক্ষা স্বাস্থ্য রক্ষা করতে না পারলে জাতির উন্নয়ন সম্ভব না।
Abdul Mannan, ০৭ জুলাই, ২০২৪
একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এতো অবহেলিত শিক্ষা ও শিক্ষক সমাজ যা বলে বোঝানো যাবে না।ধন্যবাদ ভাই।