পরীক্ষা শুরু হওয়ার আগের রাতেই প্রশ্নফাঁস, বই দেখে পরীক্ষা দেওয়া, শিক্ষকরা উত্তরসহ সবকিছু বলে দেওয়া-এসব ঘটনা ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্র। এছাড়া পরীক্ষার হলে গল্পগুজব করে সময় পার করা, নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষা শেষ হওয়া, পড়াশোনা না করে গ্রুপের সঙ্গে আলোচনা করে পরীক্ষায় উত্তর লেখার ঘটনা ছিল নজিরবিহীন। ফলে কারিকুলাম ও মূল্যায়ন নিয়ে অস্বস্তিতে পড়েছেন অভিভাবকরা। পরিশেষে বলা যায় এ ধরনের কারিকুলাম নিয়ে জাতির কোন ভাগ্য উন্নয়ন হবে না। বরং শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্য বাড়বে এটাই স্বাভাবিক।
Tabiatkowser, ১৩ জুলাই, ২০২৪
হায়রে মূল্যায়ন হায়রে লেখাপড়া! এই লেখাপড়া দিয়ে জাতির কি হবে? নাকি জাতির দুর্দশা বাড়বে তা এখন স্পষ্ট। কারণ নতুন কারিকুলামের বিষয়ে যারা দায়িত্বে রয়েছে এখন তারা বলছে প্রশ্ন ফাঁস হলে কোন সমস্যা নেই শিক্ষা ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।