মনের কথাটা লিখেছেন আমিও একটি প্রতিষ্ঠানে কর্মরত আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আপনার লেখনির সাথে ১০০% মিল রয়েছে। কিছু বলতে পারিনা, কোভিট-১৯ এর সময় সে প্রতিমাসে ২০০০০ টাকার উপরে বিল করেছে।
সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দীন, ৩০ জুলাই, ২০২৪
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি লেখককে, আমার/আমাদের মনের কথাগুলো লেখার জন্য।
শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড দুর্বল হলে সোজা হয়ে দাঁড়ানো যায়না। আমরা যদি সোজা হয়ে দাড়াতে চাই, মাথা উঁচু করে দাড়াতে চাই, স্মার্ট বাংলাদেশ চাই তাহলে, সবার আগে জাতির মেরুদণ্ড সোজা করতে হবে। শিক্ষা ব্যবস্থার সকল স্তরে কাজ করতে হবে। দুর্নীতির জীবাণু ধ্বংস করতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে।
অযথায় এতগুলো কথা বললাম। হবে না, হবে না, হবে না।কারণ দুর্নীতিমুক্ত নিয়ন্ত্রক থাকতে হবেতো?
Tabiatkowser, ২৯ জুলাই, ২০২৪
দেশের ৯৫% লোভী, স্বার্থপর ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আছেন, যারা নানা কৌশলে ও শক্তি প্রয়োগ করে শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ অনৈতিক ও অন্যায়ভাবে আত্মসাৎ করেন। তার সাথে কিছু চাটুকার শিক্ষদের নিয়ে দূর্ণীতি করার শীর্ষ স্থানে আসীন হয়। ম্যানেজিং কমিটি থাকলেও নামে মাত্র। তাই দ্রুত এসব চোরদের থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করা দরকার।