মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Anisur Rahman Mridha, ১৫ আগস্ট , ২০২৪
ম্যানেজিং কমিটি না থাকলে অসাধু রোকদের অর্থ লোপাট,খবরদারী মাদবারী এগুল থাকে না। তাই বৃটিশ আমলের ম্যানেজিং কমিটি প্রথা ধরে রাখ হয়েছে। এটা বাতিল করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করতে দাবী রইলো।
Suraiya Akter Akter, ১২ আগস্ট , ২০২৪
সর্বজনীন বদলী চাই ! শুধু স্কুল, কলেজ কেন ? মাদ্রাসা কি কোন অপরাধ করেছে ?
Md. Shahin Akhtar, ১২ আগস্ট , ২০২৪
এই ধরনের বদলির নীতিমালা আর শেখ হাসিনার স্বৈরশাসনের মধ্যে কোন পার্থক্য নেই। অতএব এটা আমরা মানিনা।
মোঃ আরিফুল ইসলাম, ১২ আগস্ট , ২০২৪
কালো আইন মানিনা।সার্বজনীন বদলি চালু করতে হবে।আমলাদের চাটুকারিতা বন্ধ করে শিক্ষকদের কথা শুনতে হবে।
Md. Shahabul Islam, ১১ আগস্ট , ২০২৪
হাগলের দল!তাদের বদলি তারাই হোক!!প্রহসন এর বদলি!!নাটক!!!
Md Jasim uddin, ১১ আগস্ট , ২০২৪
খুব কষ্টে আছি। তবে নীতিমালা পড়ার পর কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেল। কারণ এই নিয়মে কখনোই আমার বদলি হওয়া সম্ভব না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এমন নীতিমালা তৈরি করা হোক যাতে সবাই নিজ পছন্দ মত স্থানে বদলি হতে পারে।
Md. Mahfuzar Rahaman, ১১ আগস্ট , ২০২৪
এনটিআরসিএ নিয়োগ প্রাপ্তদের পারস্পরিক বদলি নয়। এ পদ্ধতিতে ওয়ান পারসেন্ট শিক্ষকও উপকৃত হবে না। ইনডেক্সধারী সকল শিক্ষকদের সর্বজনীন বদলি চালু করতে হবে।
Md.Suman Hossain, ১১ আগস্ট , ২০২৪
এই নীতিমালা কোন কাজের নয়। দৈনিক শিক্ষাডটকমকে অনুরোধ করবো বিষয়টি নিয়ে প্রতিবেদন করার জন্য, কারণ এই নীতিমালার সুবিধা নেই।
Md. Ataur, ১১ আগস্ট , ২০২৪
বাংলার মাটিতে কোন বৈষম্য থাকতে পারে না। আমরা সকল ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চাই।
Md. Ataur, ১১ আগস্ট , ২০২৪
ইনডেক্সধারী সকল শিক্ষকদের বদলি চাই
Md. Ataur, ১১ আগস্ট , ২০২৪
পারস্পরিক বদলির মাধ্যমে ১% শিক্ষকও উপকৃত হবে না। সুতরাং পারস্পরিক বদলি বাতিল করে সার্বজনীন বদলি চালু করার আহবান জানাচ্ছি।
মোঃ আব্দুল কুদ্দুস, ১১ আগস্ট , ২০২৪
এভাবে বদলি হওয়া কি সম্ভব ?সমপদে!
Ras Islam, ১১ আগস্ট , ২০২৪
ঠান্ডু বলে, ‘গোঁয়ার গাধার সামনে মেলে ধর মুলা সব গাধাকে বাগে আনার এটাই সহজ ফর্মুলা৷’
মোঃ সোলায়মান হোসাইন, ১১ আগস্ট , ২০২৪
স্বৈরাচারী সরকারের পূর্ব তৈরী এ নীতিমালা আমরা মানিনা। এ নীতিমালা বাতিল করে সার্বজনীন নীতিমালা তৈরী করা হোক।
মোঃ সোলায়মান হোসাইন, ১১ আগস্ট , ২০২৪
স্বৈরাচারী সরকারের পূর্ব তৈরী এ নীতিমালা আমরা মানিনা। এ নীতিমালা বাতিল করে সার্বজনীন নীতিমালা তৈরী করা হোক।
MD. TOUHIDUL ISLAM, ১১ আগস্ট , ২০২৪
সকলের জন্য হওয়া দরকার।
ABDUL ZOLIL, ১১ আগস্ট , ২০২৪
এটাতো বদলি দেওয়া না বরং বদলি প্রত্যাশিত শিক্ষকদের সাথে মসকরা করা।