দৈনিক শিক্ষার সম্পাদকের প্রতি আমার অনুরোধ আপনারা পারস্পরিক বদলির সুবিধা ও অসুবিধা এবং দূর দূরান্তে চাকরিররত শিক্ষক শিক্ষিকাদের কষ্টের দিকগুলো বিশদভাবে প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের উপকার করার চেষ্টা করুন।
সৈয়দ মোজাম্মেল হক, ১২ আগস্ট , ২০২৪
যে নীতিমালা মানুষের জনগণের উপকারে আসে না তা কার্যকর করা কতটুকু যুক্তিযুক্ত। পারস্পরিক বদলিতে ১% ও উপকার হবে না। গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্তে নিয়োগ প্রাপ্ত হয়। তখন গণবিজ্ঞপ্তি তে ৭ নং অনুচ্ছেদে বদলি ব্যবস্থা বা ইনডেক্স ধারীদের প্রতিষ্ঠান পরিবর্তনের ব্যবস্থা ছিল। আর এজন্যই অনেকে দেশের অনেক দূর দূরান্তে নিয়োগ প্রাপ্ত হতে দ্বিধা সংকোচ করেন নাই। কারণ একটাই পরবর্তীতে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ আছে। কিন্তু এখন সম্ভব হবে না কেন ? প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বদলির সুযোগ না দিলে অনেক পরিবারে মারাত্মক সমস্যা দেখা দিবে। শূন্য পদের সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের গণবিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিন পরবর্তীতে শূন্য পদের সাপেক্ষে নতুনদের নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করুন এবং পুরাতনদের নিজ এলাকায় আসার সুযোগ করে দিন। এই প্রক্রিয়া চলমান রাখেন।এতে সরকারের কোন আর্থিক অপচয় হবে না এবং শিক্ষকগণ উপকৃত হোক। যদি কাউকে কিছু দিতে চান তাহলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন যাতে তার উপকারে আসে অন্যথায় মুলা ঝুলানোর মতো অবস্থা থেকে যাবে।
মো: লোকমান হোসেন তাজপুর বালিকা দাখিল মাদরাসা, সদর, দিনাজপুর, ১২ আগস্ট , ২০২৪