মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Badsha Ali, ১৫ আগস্ট , ২০২৪
Sir, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত , From First to 15th NTRCA Certificate Bohal Rakhan , Age limit out koray din বেসরকারি Non এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো As soon as possible M P O (এমপিওভুক্ত korun ) , Md. Badsha Ali 01708958479
Md. Zahirul Islam, ১৪ আগস্ট , ২০২৪
কমিটি বিলুপ্ত করা প্রয়োজন। যদি কমিটি বহাল থাকে তবে বরখাস্তের আইনটি সংশোধন করা আবশ্যক। " চুড়ান্ত বরখাস্ত ছাড়া বেতন ভাতা বন্ধ করা যাবে না। আনিত অভিযোগ মিথ্যা হলে কমিটিকে ফেনাল্টি দিতে হবে। ফেনাল্টির সর্বনিম্ন পরিমাণ এক লক্ষ টাকা।
Abdul Mannan, ১৩ আগস্ট , ২০২৪
বাস্তব রূপ দেখলে বলা যায় যে কমিটি রাখা মানে শিক্ষক দের অপমান করা। অনেক লোক যে না-কি কোন রকম নিজের নাম ভালো করে লিখতে পারে না।অথচ একজন শিক্ষক কে কলার ধরে পিটিয়ে আসে, শুধু দলিও এবং কমিটির দোহাই দিয়ে। এদের কমিটিতে রেখে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি, শিক্ষকের মানসন্মানের হানী সহো নানা অপকর্মে জড়িত থাকে, অযাচিত ভাবে শান্তি নষ্ট করতে হবে না এদের দিয়ে। অনেকে তদবির করে, পয়সা খরচ করে আসে টাকা কামাতে। এদের বাদ দিন।
shoaib, ১২ আগস্ট , ২০২৪
শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট প্রার্থনা করেছি, তিনি যেন দ্রুত ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে দেন।
MD ABDUR RAHIM, ১২ আগস্ট , ২০২৪
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যনেজিং কমিটি/গভর্নিংবডি কোন প্রয়োজন নেই । এরা উপকারের চেয়ে ক্ষতি করে বেশী ।
MD.Jaber Ali, ১২ আগস্ট , ২০২৪
ম্যানেজিং কমিটি বিলুপ্ত করা সময়ের দাবি। ম্যানেজিং কমিটি মানে টর্চার সেল। মক্কা মদিনার ইমাম মনে করা প্রধান শিক্ষকদের বাহিনী হিসেবে কাজ করে। এতে শিক্ষকরা মানসিকভাবে ভীত সন্ত্রস্ত থাকে।
মহিউদ্দিন আহমেদ, ১২ আগস্ট , ২০২৪
এম পি ও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তথাকথিত ম্যানেজিং কমিটি /গভর্নিবডি চাই না বিলুপ্ত করা হোক।
Sujan Bala, ১২ আগস্ট , ২০২৪
একদম সঠিক কথা বলেছেন। ম্যানেজিং কমিটি উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। তাই দ্রুত ম্যােনজিং কমিটি বিলুপ্ত করা হোক।
মো: লোকমান হোসেন তাজপুর বালিকা দাখিল মাদরাসা, সদর, দিনাজপুর, ১২ আগস্ট , ২০২৪
ম্যানেজিং কমিটি বিলুপ্ত করা হোক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো জাতীয়করন করা হোক। বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটা প্রাণের দাবী ।
Md.Suman Hossain, ১২ আগস্ট , ২০২৪
কমিটির দরকার নেই....কোন প্রকার সঠিক কায্যক্রম কমিটির মাধ্যমে হয় না।
Khalil Master, ১২ আগস্ট , ২০২৪
একটি দেশের শিক্ষা ব্যবস্থা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ইহা চরম সত্য যে, আমাদের দেশের শিক্ষকগণ সবসময় অবহেলিত, বৈষম্যের শিকার এবং অনেক ক্ষেত্রে কমিটি কর্তৃক নির্যাতিত হচ্ছে। একটি প্রতিষ্ঠানে কমিটি অথবা কর্তৃপক্ষ অবশ্যই থাকবে কিন্তু তাঁরা হবেন শিক্ষা ও শিক্ষক বান্ধব, সৎ যোগ্য এবং সর্বোপরি দূর্নীতি মুক্ত।
আমির খসরু, ১২ আগস্ট , ২০২৪
100% সঠিক । বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ম্যানেজিং কমিটির দরকার নাই । এদের দ্বারা শিক্ষকরা বিভিন্ন ভাবে লাঞ্চিত হয় ।
SHAHEEN ANWER, ১২ আগস্ট , ২০২৪
ম্যানেজিং কমিটি বিলুপ্ত করা হোক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো জাতীয়করন করা হোক। বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটা প্রাণের দাবী ।