স্বাধীনতার স্থপতি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকেই জাতীয় শোক দিবস হিসাবে পালন করা উচিত ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমি একজন সাধারণ নাগরিক হয়ে বলছি এই বিষয়টি কি 1975 সাল থেকে যতদিন বাংলাদেশ টিকে থাকে ততদিনের জন্য চিন্তা করা উচিত ছিল না? একটি রাষ্ট্রের স্থপতি হয়ে ওই দিবসটি পালন করার জন্য যদি কেবিনেটের সিদ্ধান্ত নিতে হয় তাহলে কি আমরা আদৌ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে চিনতে পারলাম কিনা তা বিবেকের মধ্যে একটি প্রশ্ন জাগে। তাই এই বাংলাদেশের সকল নাগরিকদের ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মহান ব্যক্তিকে স্মরণীয় করে রাখার জন্য ১৫ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে স্থায়ী করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।