মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Elias, ১১ সেপ্টেম্বর, ২০২৪
এগুলা স্বপ্ন স্বপ্নই থাকবে
Md. Ataur, ১৮ আগস্ট , ২০২৪
জাতীয়করণের সহজ সমীকরণ:- ক্যাটাগরি (এমপিওভুক্ত) প্রতিষ্ঠানের সংখ্যা: কলেজ স্কুল মাদ্রাসা কারিগরি সর্বমোট ক্যাটাগরি (এমপিওভুক্ত) শিক্ষকের সংখ্যা: কলেজ ভুল মাদ্রাসা কারিগরি সর্বমোট সংখ্যা ४,००१ ১৯,৮৪৮ ৯,৩৪১ ৫,৮৯৬ ৩৯,০৯২ সংখ্যা ১,১৭,৩৩৭ জন ২,৪৩,৫৫৩ জন ১,১৩,৩৬৮ জন ৩২,৩৭৮ জন ক্যাটাগরি (এমপিওভুক্ত। কলেজ স্কুল মাদ্রাসা কারিগরি সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ শিক্ষার্থী প্রতি মাসে ২০ টাকা বেতনে বার্ষিক টাকার পরিমান ভর্তি ফি/সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক ৪০০ টাকা হলে গড় আয় অন্যান্য আয় প্রতি প্রতিষ্ঠানে বার্ষিক ৫০ হাজার ধরে ৫,০৬,৬৩৬ জন ৩৭,৬৭,৭৮৪ জন ৯১,৬০,৩৬৫ জন ২৪,৬০,৩০৫ জন ৮,৭৫,২৭০ জন ১,৬২,৬৩,৭২৪ জন ১,৬২,৬৩,৭২৪০২০×১২ ৩৯০ কোটি টাকা ১,৬২,৬৩,৭২৪× 800 ৬৫০ কোটি টাকা ৩৯,০৯২০ ৫০,০০০ ২০০ কোটি টাকা → সরকার এমপিও বাবদ বর্তমানে বার্ষিক ব্যয় ১৪২৫ কোটি টাকা। → জাতীয়করণের জন্য প্রয়োজন ২৫০০ কোটি টাকা। প্রতিষ্ঠানের মোট আয়ঃ (৩৯০+৬৫০+২০০)= ১২৪০ কোটি টাকা। → জাতীয়করণ করার জন্য অতিরিক্ত প্রয়োজন ১০৭৫ কোটি টাকা, প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হবেন ১২৪০ কোটি টাকা, অতিরিক্ত হিসেবে আরও থাকবে ১৬৫ কোটি টাকা। এছাড়া অন্যান্য আয় রয়েছে।
Md. Ataur, ১৮ আগস্ট , ২০২৪
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে সরকারের অতিরিক্ত কোন টাকার প্রয়োজন হবে না। সরকারের প্রতি বছর এই খাত থেকে আয় হবে। এই বাড়তি আয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান ভাগ করে খায়। এখানেও সাধারণ শিক্ষকরা বঞ্চিত। এই কারণে জাতীয়করণ একান্ত প্রয়োজন।
কে,এম,বোরহান উদ্দিন জাহাঙ্গীর, ১৭ আগস্ট , ২০২৪
জাতীয় করনের আবেদন রইলো।