কিসের আন্দোলন! কার বিরোদ্ধে আন্দোলন! তথা কথিত ধিক্ষকরা ড: ইউনুসের নেতৃত্বাধীন নতুন সরকারকে বিপদে ফেলতে চায়! না হলে এখন আন্দোলন কেন? হাসিনা তো শুধু লক্ষ হাজার কোটি টাকাই পাচার করেন নাই আবার আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার ঋন করে গেছেন!!! এই অবস্থায় যে সব কান্ডক জ্ঞানহীন শিক্ষক সরকারী করনের আন্দোলনের ডাক দিয়েছেন তারা হাসিনার সময় কোথায় ছিলেন? শেখ হাসিনা দেশটা ইউরোপের চেয়ে বেশী উন্নয়ন করে দিয়েছিল আর তখন আপনাদের মা হাসিনা আর বাবা বুজিবের স্বপ্নে বিভোর ছিলেন! এখন দাবী দাবী নিয়ে যারা ঢাকায় আন্দোলনের ডাক দিচ্ছেন তার তো হাসিনার লোক! বর্তমান সরকারকে বিব্রতকর করে আবার হাসিনাকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে! শিক্ষক রা এতো সচেতন হলে এবং এবং এত আন্দোলন করতে পারলে ৫ অক্টোবরের আগ পর্যন্ত কয় জন শিক্ষক রাজপথে ছিলেন?
নাফি সাদাত, ২১ আগস্ট , ২০২৪
একটি কলেজের দাবিতে সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত হবে না।