মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Gulam Rabbani, ২৩ আগস্ট , ২০২৪
অটো এমপিও ও ইএফটির মাধ্যমে এমপিও চাই
Gulam Rabbani, ২৩ আগস্ট , ২০২৪
চোর কমিটি পুরাই বাতিল চাই
মহিউদ্দিন আহমেদ, ২২ আগস্ট , ২০২৪
মাননীয় শিক্ষা বিষয়ক উপদেষ্টা মহোদয়, শিক্ষার সঠিক পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ পরিবেশ নিশ্চিত করণের জন্যে তথাকথিত ম্যানেজিং কমিটি প্রথা বাতিল করা প্রয়োজন। এরা প্রতিষ্ঠানে লুটপাট, নিয়োগ বানিজ্য, শিক্ষকদের হয়রানি ছাড়া কোন কাজে আসেনা। নিসপ্রয়োজন এই কমিটি নামক আবরজনা চিরতরে বাতিল করে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্তি দিতে বিনীত আবেদন জানাচ্ছি।
মোঃ মতিউর রহমান, ২২ আগস্ট , ২০২৪
আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে শিক্ষক সমাজের একদম মনের কষ্ট অনুধাবন করে সুনিপুণ ভাবে তা ব্যক্ত করার জন্য। আসলেই রাজনৈতিক কমিটি বিলুপ্ত করা খুবই জরুরী। তারা শিক্ষক ও প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রাখে। শীঘ্রই যাতে কমিটি বাতিল হয় সেই ব্যবস্থা নেওয়ার দাবি রাখছি।
মোঃ মতিউর রহমান, ২২ আগস্ট , ২০২৪
আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে শিক্ষক সমাজের একদম মনের কষ্ট অনুধাবন করে সুনিপুণ ভাবে তা ব্যক্ত করার জন্য। আসলেই রাজনৈতিক কমিটি বিলুপ্ত করা খুবই জরুরী। তারা শিক্ষক ও প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রাখে। শীঘ্রই যাতে কমিটি বাতিলের দাবি রাখছি।
Rezaul Karim, ২১ আগস্ট , ২০২৪
মাননীয় শিক্ষা উপদেষ্টা, কমিটি প্রথাই বাতিল করার জন্য বিনীত অনুরোধ করছি। যখন যারাই ক্ষমতায় আসে, তাদের নেতৃত্বেই কমিটি কায়েম করে দূর্ণীতি করবে, শিক্ষকদের মানহানি করবে। ১% কমিটিও শিক্ষার মান উন্নয়নতো দূরের কথা, এটা নিয়ে একটু চিন্তাও করবে না। নিয়োগ বাণিজ্য করবে,৷ মানসম্মত শিক্ষক ( প্রশাসনিক) , কর্মচারী পাওয়া যাবে না। সাম্প্রতিক কালের এমন উদাহরণও আছে, একজন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক(MA), যিনি ১০০ শতাংশ জমিদাতা এবং ২২ বছরের ইউপি চেয়ারম্যান ( জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত), তাকে বাদ দিয়ে ৫ম শ্রেণী পাস একজন ড্রাইভারকে সভাপতি করা হয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, পুরো শিক্ষক সমাজ আপনার মতো একজন আলোকিত মানুষ পেয়ে আমরা খুবই আশান্বিত যে, আপনার হাতেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। DC & UNO স্যার অথবা তাদের প্রতিনিধি ( একজনের অধীনে ২ টির বেশি নয়) দ্বারা প্রতিষ্ঠানগুলো কিছুদিন চলতে থাকলে তেমন কোনো সমস্যা হবেনা বলেই আমরা মনে করি। এর মাঝে আপনি একটু চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবেন। রেজাউল করিম সহকারী প্রধান শিক্ষক বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি, রাজবাড়ী।
মো: লোকমান হোসেন তাজপুর বালিকা দাখিল মাদরাসা, সদর, দিনাজপুর, ২১ আগস্ট , ২০২৪
আমি মনে করি পুরো কমিটিকেই বাতিল করা দরকার, কারণ এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি। তাছাড়া কমিটির কি দরকার ! ইউএনও যথেষ্ট।