মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Abdul Mannan, ২২ আগস্ট , ২০২৪
শিক্ষার উন্নয়ন করে পার্শবর্তী দেশের কুচক্রী মহল থেকে দেশ কে রক্ষা করতে হবে। এর বিকল্প নেই। তাই তারা চক্রান্ত করে আমাদের মেধা শূন করতে অনেক পন্থা অবলম্বন করেছে।আমাদের দামাল ছেলেরা আজ তা প্রতিহত করে দেশ কে একটা অনিশ্চিত গতিবিধি থেকে ফিরে এনেছে। তাদের এমন মহৎ উদ্দেশ্য কে সামনে রেখে শিক্ষা ব্যাবস্হা শক্তি শালী করতে, শিক্ষক কে মানসম্মত বেতন ভাতা দিয়ে সুন্দর ও উন্নত দেশ গঠনে সরকার কে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
Tabiatkowser, ২২ আগস্ট , ২০২৪
আগের সরকারের নুন খেয়ে এখন সুর ফিরিয়ে দিলে। এটাই কি বাঙ্গালির চরিত্র? আন্দোলন করার জন্য নিজেদের ক্ষমতা নেই, অন্যদিকে এখন বলা হচ্ছে অন্যকিছু। তাই এমন নিরীহ হাটু ভাঙ্গা শিক্ষক এ্যাসোসিয়েশন এর ঘুমের তন্দ্রা ভাঙ্গবে কখন আল্লাহ ভালো জানেন।
AKTERUZZAMAN, ২২ আগস্ট , ২০২৪
আমি একজন আলিম মাদ্রাসার প্রভাষক। ২০ বছর হয়ে গেল এখনো সহ: অধ্যাপক হতে পারি নাই। কিন্তু উচ্চ মাধ্যমিক কলেজে ১৬ বছরের সবাই সহ অধ্যাপক হয়ে গেছে। এখানে মাদ্রাসা ও কলেজ বৈষম্য রয়ে গেছে। কলেজের হতে পারলে মাদ্রাসায় হওয়া যাবে না কেন?
AKTERUZZAMAN, ২২ আগস্ট , ২০২৪
আমি একজন আলিম মাদ্রাসার প্রভাষক। ২০ বছর হয়ে গেল এখনো সহ: অধ্যাপক হতে পারি নাই। কিন্তু উচ্চ মাধ্যমিক কলেজে ১৬ বছরের সবাই সহ অধ্যাপক হয়ে গেছে। এখানে মাদ্রাসা ও কলেজ বৈষম্য রয়ে গেছে। কলেজের হতে পারলে মাদ্রাসায় হওয়া যাবে না কেন?