মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Shaikh Sohel Rana, ২৫ আগস্ট , ২০২৪
একটা দেশকে ধ্বংস করতে হলে লেখাপড়া ধ্বংস কর। শেখ হাসিনা সরকারের মন্ত্রীরা উন্মুক্ত উন্মাদনায় মেতে উঠে ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার। শেখ হাসিনাকে সর্বদা বুঝিয়েছে এই কারিকুলাম বাস্তবায়ন করতে পারলে গাইড পড়া লাগবেনা, প্রাইভেট পড়া লাগবেনা। শেখ হাসিনা তাতে মহা খুশি। কিন্তু শেখ হাসিনাকে এটা বলেনি, এই কারিকুলাম বাস্তবায়নে শিক্ষার্থীদের টোটালি লেখাপড়া করার দরকার নেই। লক্ষাধিক শিক্ষক পদ শূণ্য থাকতে শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। পেরেছে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন করতে। কেননা এর মাধ্যমে % পাওয়া গেছে। শিক্ষকদের আর্থসামাজিক মর্যাদা নিশ্চিত না হলে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনা প্রায় অসম্ভব। মেধাবী শিক্ষার্থীরা অনুদানের টাকায় শিক্ষকতা করতে অনাগ্রহী।
দীপক কুমার মল্লিক, ২৩ আগস্ট , ২০২৪
উনি শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষরা অনেক আন্দোলন করেছে কিন্তু উনার বদন দেখার উপায় ছিল না। আর উনি বলতেন রাষ্ট্রের সক্ষমতা ছিল না। আর এখন উনি গবেষনার যাওয়ার পর দেখা যাচ্ছে উনার পরিবারের জন্যই শিক্ষকদের দেবার সক্ষমতা রাষ্ট্র হারিয়েছে।