মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.ibrahim Munshi, ২৪ আগস্ট , ২০২৪
ফেনী নোয়াখালী লক্ষীপুরের অবস্থা ভয়াবহ। শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত কোন নির্দেশনায় তার নেই। বন্ধ না খোলা স্পষ্ট করা হয়নি কেন? শিক্ষার্থীরা সাতার দিয়ে প্রতিষ্ঠানে যাবে। দৈনিক শিক্ষার দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে একটু যোগাযোগ করেন। অনেক শিক্ষক পানিবন্দী। অন্ধের মত সে আচরণ করতেছে, এখনো কোনো নির্দেশনা আমরা পাইনি
সুমন, ২৪ আগস্ট , ২০২৪
ফাইল পাঠাতে ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার লাগবে কিনা,যদি লাগে তবে কার স্বাক্ষরে অঙ্গীকার হবে জানালে উপকৃত হতাম
মো: লোকমান হোসেন তাজপুর বালিকা দাখিল মাদরাসা, সদর, দিনাজপুর, ২৪ আগস্ট , ২০২৪
প্রত্যেকটি খবর শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের তথ্য প্রদান করা হয় কিন্তু মাদ্রাসা অধিদপ্তরের মেমিস সেলের তথ্য প্রদান করা হয়না,তাহলে কি মাদ্রাসা বিমাতার সন্তান। ইহাতে মাদ্রাসার নুতন শিক্ষেকরা হয়রানী ওবিপাকে পড়ে ঝগড়ায় পরিনত হয়। আমার মনে হয় সাংবাদিকেদর মাদ্রাসা অধিদপ্তর ভিক্তিক দক্ষ নিয়োগ দেওয়া উচিত।