বিগত স্বৈরাচার সরকারের আমলের বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারেনি। বেসরকারি সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি করা হলে শিক্ষার মান অনেক বৃদ্ধি পাবে। তবে বদলি হতে হবে শূন্য পদে বিপরীদ।
Md.Ali, ২৪ আগস্ট , ২০২৪
এটা কি আদৌ সম্ভব, শূন্য পদে ট্রান্সফার যিনি হবেন তার পদটিওতো শূন্য হয়ে যাবে, তখন শূন্য পদ কিভাবে পূরন করা হবে,...??? গত ১৬ বছর কোন কথাই বলতে পারেন নি, এমনকি শিক্ষকদের অধিকার নিয়ে প্রেসক্লাবে যে আন্দোলন হল সেখানেও শরীক হলেন না, বরং যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যারা সেখানে পরেছিল তখন এই নেতা কোথায় ছিল....??? এরা দালাল., ঘুষখোর, রাষ্ট্রবিরোধী... গত ১৫ বছর কিছু বলেনি বাট ১৫ দিনের শিশু ( সরকারের) প্রতি এত অভিমান...
যে জাতী তার ভাগ্য পরিবর্তন করতে চায় না আল্লাহ সেই জাতীর ভাগ্য পরিবর্তন করে না...
ছাত আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন আর ১৫ দিন পার না হতেই আপনারা লং মার্চ করবেন... .!!!
আপনারা সেই শিক্ষক... যারা নির্বাচনের পবিত্র দায়িত্ব পেয়ে জাল ভোটের মাধ্যমে বারবার সেই সৈরাচারী, লুটেরা সরকারকে ক্ষমতায় এনেছিল সেগুলো তদন্ত করা দরকার এবং রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা দরকার...দেশ, জাতী ও বৈষম্যের শিকার শিক্ষকদের স্বার্থে....
dr.noor muhammad, ২৪ আগস্ট , ২০২৪
শিক্ষক ভাইয়েরা আপনাদের উপর সম্মান রেখেই বলছি,আপনাদের দাবী আমাদের ও দাবী। কিন্তু প্রশ্নটা হচ্ছে দাবী আদায়ের তো একটা সময় আছে। সারাদেশের মানুষ যেখানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে, আর আপনারা দাবী আদায়ের জন্য লংমার্চ করছেন? নিজেকে প্রশ্ন করুন, ঠিক করছেন কি না?