নান্দাইল উপজেলায় কোন এক রেজি:সরকারি প্রা:বি: এ জুলাই ৩ তারিখে একজন শিক্ষিকা যোগদান করে এবং মাতৃত্বকালীন ছুটি আবেদন করে কিন্তু ছুটি মন্জুর করা হয়নি কারন ঐ শিক্ষিকার ২৭ জুন বাচ্চা ইসূ হয়।কিন্তু তিনি ২০জুন ডিপিও অফিসে যোগদান করার সময় তার ডেলিভারি হওয়ার যাবতীয় রিপোর্ট জমা দিয়েছিলেন।
সংক্ষিপ্ত বর্ননায় আপনাদের মাধ্যমে জানতে চাই, মাতৃত্বকালীন ছুটি না দেওয়াটা কি বিধি সম্মত হয়েছে।
আজগার, দিনাজপুর।