মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Nur Momin, ২৯ আগস্ট , ২০২৪
বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের অবৈধ প্রধান শিক্ষক,তার ফেসবুকে সহকারী শিক্ষক ও কর্মচারীদের ছবিসহ মান হানিকর পোস্ট ক্রমাগত ভাবে দিচ্ছেন।এমন অবৈধ প্রধান শিক্ষকের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য বিনীত নিবেদন করছি।শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা,বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়, আটঘরিয়া -পাবনা । EIIN NO-125278
মোঃ মতিউর রহমান, ২৮ আগস্ট , ২০২৪
যেভাবে শিক্ষকদের লাঞ্চিত করা হচ্ছে এভাবে চলতে থাকলে অশিক্ষিতরা! মাঠে নামবে। ছাত্র শিক্ষকের বিচার করবে এমন আইন মানব সভ্যতায় ছিলনা,এখনো নাই, ভবিষ্যতে ও দেখতে চাইনা।
Md Amin, ২৮ আগস্ট , ২০২৪
আসলে দূর্ণীতি যদি কেউ করে তাকে জোড় করে পদত্যাগ করালে মন্ত্রনালয়ের সমস্যা হবে বলে আশা করি। সব দিকে যা হচ্ছে তাতেতো মনে হয় কোনো কোনো ইস্যু দাড় করিয়েই করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ নাই সেখানে দেখছি ছাত্ররাই প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে দাড়াচ্ছে, তাতে এটা স্পস্ট যে দুর্নিতি করলে তার রক্ষা নাই। এখানে হুশিয়ারীর কিছু নাই ।
Md Shahin miah, ২৭ আগস্ট , ২০২৪
আমরা যা দেখতেছি যারা দূর্নীতিবাজ তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সমস্যা বা মাথা ব্যথা কেন?
MD ABDUL MANNAN, ২৭ আগস্ট , ২০২৪
দ্রুত শিক্ষা প্রশাসন ও শিক্ষা বিভাগের সংস্কার না করলে জোড় জবরদস্তিমুলক পদত্যাগ ঠেকানো অসম্ভব হয়ে পরবে।