মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মহঃ আবু কায়েশ, ৩০ আগস্ট , ২০২৪
করোনাকালিন গ্যাপ, বিশ্ববিদ্যালয় গ্যাপ, শেষণ গ্যাপ ইত্যাদি গ্যাপের কারনে একজন শিক্ষার্থীর মাস্টার্স শেষ করতে ২৭/২৮ বছর কেটে যায়। অভিভাবকগন এত টাকা খরচ করেও যদি তার সন্তান চাকরী না পায় তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারেনা। তাই আমার মতে চাকরী ৩৫ বছর করার দাবীতে যে আন্দোলন চলছে সেটা যৌক্তিক দাবী। তাছাড়া আওয়ামীলিগ সরকারের আমলে চাকরী ৩৫ করার জন্য অনেকবার আন্দোলন হয়েছে কিনতু আওয়ামিলিগ সরকার তা করেনি। তাই আমি বর্তমান সরকারের কাছে আবেদন করছি, এই যৌক্তিক দাবী মেনে নিয়ে চাকরীজীদের অবসর ছুটি ৬৫ করা হোক।