মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Billal Hossain, ০৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রথমত, ভারত ক্রমাগত বাংলাদেশকে সাম্প্রদায়িক প্রমাণের চেষ্টা করে যাচ্ছে। তার মধ্যে যদি এই ধরণের হেডলাইন ব্দেযবহার করেন তাহলে কি তারা এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে না? বরং যদি এই ভাবে লিখতেন “পদত্যাগে বাধ্য হয়েছেন ৪৯ হিন্দু ও শতাধিক মুসলিম শিক্ষক”, তবে বাংলাদেশের এই ঘটনার পেক্ষাপট যে রাজনৈতিক তা সহজেই বিশ্ববাসির কাছে প্রতিয়মান হতো। আজ বাংলাদেশ স্বাধীন, রয়েছে বাক স্বাধীনতা তাই বলে দেশের ভাবমূর্তী নষ্ট করে? একটা কথা মনে রাখবেন দেশ বাঁচলেই আপনি বাঁচবেন, না হলে না। দেশ কে ভালোবাসুন, দেশ আপনাকে গর্বের সাথে স্মরণ করবে।
Mamun, ০১ সেপ্টেম্বর, ২০২৪
অনেক মানুষ িএখনও মানুষ হয়নি কিন্তু শিক্ষক পদে চাকরি করছেন।
A. H. M. Faruque Rahman, ০১ সেপ্টেম্বর, ২০২৪
নিশ্চয় রাজনৈতিক কারণে এসব ঝামেলা হচ্ছে। আমাদের এলাকায় অনেক হিন্দু প্রতিষ্ঠান প্রধান রয়েছে তাদের কোন সমস্যা হচ্ছে না।