মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Badsha Ali, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
১ থেকে ১২তম ব্যাচের সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদধারীদের শর্তহীনভাবে সরাসরি নিয়োগ পাবার অধিকার রাখে। আমরা পরিবার-পরিজন নিয়ে অসহায় এবং মানবেতর অবস্থায় জীবনযাপন করছি। এর ফলে আমরা
মোঃ আরিফুল ইসলাম, ০৫ সেপ্টেম্বর, ২০২৪
হুশিয়ার কথাবার্তা সাবধানে বলবেন।মনগড়া যুক্তি খাটিয়ে পার পাবেন না।৩৫+ অনেক নিয়োগ দিয়েছেন বাকীগুলো দিতে হবে।জাল সনদ আপনারাই বিক্রি করেছেন।যারা এর সাথে জড়িত তদন্ত করে আইনের আওতায় আনতে হবে।
Md. Kazal Islam, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
এনটিআরসি এর কর্মকর্তা -কর্মচারীরা টাকা কামাইয়ের নেশায় এতটাই মগ্ন ছিলেন যে, বছরে দুইটি এমনকি বিশেষ নিবন্ধন পরীক্ষা নিয়ে মেধাবীদের নিবন্ধন সনদ দিয়ে কৌটি কৌটি টাকা কামাইতো। আর সনদপ্রাপ্ত শিক্ষক নিবন্ধনধারীরা বছরের পর বছর আশায় থাকতো যে, একসময় না একসময় শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরী হবেই। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা জাল সনদের ব্যবসাও শুরু করে দেন। যার ফলে অধিকাংশ প্রকৃত শিক্ষক নিবন্ধনধারীদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী হয় নাই। হয়েছে জাল নিবন্ধন সনদধারীদের।
Mohammad Enamol Hoque, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
এনটিআরসিএ নিয়োগ দিয়েছে 5টি আর পরীক্ষা নিয়েছে 18টি তাহলে এত লোককে কেন সনদ দিলো এবং দিয়েই চলছে তাদেরকে যে চাকুরী দিতে হবে সেটা তাদের মাথায় নেই । তাদের কাজ কর্ম দেখে মনে হচ্ছে সরকার তাদেরকে রেখেছে ‍শুধু নিবন্ধন পরীক্ষা নেয়ার জন্য সনদ দেয়ার জন্য চাকুরী কিভাবে দিবে সেটা তাদের কাজ নয়। চাকুরী দিবে সরকার তাহলে তারা কেন এত গুলো সনদ দিলো এটার জবাব কে দিবে । তাড়া যদি 5টি পরীক্ষা নিতো এবং 5টি নিয়োগ দিত তাহলে তো এ রকম হতো না।এটার দায় কে নিবে ? সাংবাদিক ভাই আপনি শিক্ষা উপদেষ্টার দুষ্টি আকর্শন করবেন কি ? আমাদের সবার আশা আপনি শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্শন করবেন ইনশাআল্লাহ।
Mohammad Enamol Hoque, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
এনটিআরসিএ নিয়োগ দিয়েছে 5টি আর পরীক্ষা নিয়েছে 18টি তাহলে এত লোককে কেন সনদ দিলো এবং দিয়েই চলছে তাদেরকে যে চাকুরী দিতে হবে সেটা তাদের মাথায় নেই । তাদের কাজ কর্ম দেখে মনে হচ্ছে সরকার তাদেরকে রেখেছে ‍শুধু নিবন্ধন পরীক্ষা নেয়ার জন্য সনদ দেয়ার জন্য চাকুরী কিভাবে দিবে সেটা তাদের কাজ নয়। চাকুরী দিবে সরকার তাহলে তারা কেন এত গুলো সনদ দিলো এটার জবাব কে দিবে । তাড়া যদি 5টি পরীক্ষা নিতো এবং 5টি নিয়োগ দিত তাহলে তো এ রকম হতো না।এটার দায় কে নিবে ? সাংবাদিক ভাই আপনি শিক্ষা উপদেষ্টার দুষ্টি আকর্শন করবেন কি ? আমাদের সবার আশা আপনি শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্শন করবেন ইনশাআল্লাহ।
Mohammad Enamol Hoque, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
ভাই আমি 11তম নিয়োগ পেয়েছি 2014 সালে। আমি যখন পাস করি তখন নিয়ম ছিল যে একজন শিক্ষক নিবন্ধন সনদধারী 59 বছর আগেও চাকুরি করতে পারবে । তারপর হাইকোটে একটা রায় আছে যে 2018 সালের আগে যারা সনদ অর্জন করেছে তারা আবেদন করতে পারবে। কিন্তু কিছুদিন আগে নিয়ম করলো যে 35+ হলে আর আবেদন করতে পারবে না। এখন আমার প্রশ্ন যে তাহলে আমাদের যখন সনদ দিয়েছিল তখন বলে দিত যে 35+ হলে আর চাকুরি করতে পারবেন না। এনটিআরসিএর অব্যবস্থাপনার কারনে আমাদের চাকুরি হল না কারন তারা 18তম পরীক্ষা নিয়ে গেছে আর নিয়োগ দিয়েছে মাত্র 5টা । 2015 সাল হতে যদি 1টা করে পরীক্ষা নিত আর 1টা করে নিয়োগ দিত তাহলে 18তম তাহলে তো আমরা 12তম পর্যন্ত পরীক্ষা নেয়ার পর 12টা নিয়োগ পেতাম। তাহলে আমরা অবশ্যেই চাকুরি পেতাম। এখন 18তম পরীক্ষা নিল এবং নিয়োগ দিন 5টা দীর্ঘ সময় অতিবাহিত করে। এখণ তারা সময় নষ্ট করেছে আর দায় চাপাতে চাচ্ছে আমাদের উপর আমরা অনেক পুরাতন পরীক্ষাথী । আমরা কেন এতদিন চাকুরী পেলাম না। তাদের অবহেলার কারনে অথবা তাদের সময় নষ্ট করার কারনে অথবা তারা 18টা নিয়োগ পরীক্ষা সময় মত না নেওয়ার কারনে আমরা চাকুরি থেকে বঞ্চিত হলাম এটা কি আমাদের দোষ আপনি তো সৎ সাংবাদিক আপনি দয়া করে আমার এই মেসেজটা শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকষর্ণ করবেন বলে আশা রাখি।
Md.Ala Uddin, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
আলহামদুলিল্লাহ তারা যে দাবি নিয়ে আন্দোলন করেছেন তা আমার ও দাবি। কেউ জাল সনদে চাকরি করে আর আমরা সনদ থাকতে ও বয়স সীমা অতিক্রম করায় চাকরি পাইনা। অথচ আমাদের সনদে বয়স সীমা নির্দিষ্ট নেই এবং আমাদের কে চাকরি দেওয়া হলে বহু শূন্য পদ পূরণ হয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে।
Md.Ala Uddin, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
আলহামদুলিল্লাহ তারা যে দাবি নিয়ে আন্দোলন করেছেন তা আমার ও দাবি। কেউ জাল সনদে চাকরি করে আর আমরা সনদ থাকতে ও বয়স সীমা অতিক্রম করায় চাকরি পাইনা। অথচ আমাদের সনদে বয়স সীমা নির্দিষ্ট নেই এবং আমাদের কে চাকরি দেওয়া হলে বহু শূন্য পদ পূরণ হয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে।