মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Kamal Hossain, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
এই পন্ডিত লেখক আমার ৬৬ নম্বর থেকেও জব হয়নি।
Rifat, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
দৈনিক শিক্ষা যেটা সত্য সেটাই প্রচার করে। হাবিজাবি লোক যেন শিক্ষক পদে চাকরি না পায় সেটা দেখার দায়িত্ব দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম-এর ।
Rifat, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
কোনো অসভ্য মানুষ যেন শিক্ষক পদে চাকরি নিতে না পারে দৈনিক শিক্ষাডটকম সব সময় যেন সেই চেষ্টা অব্যাহত রাখে। সাংবাদিকদের জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই।
Rifat, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
৫৯ নম্বর পেয়েও চাকরি পায়নি ।তাহলে ৪৫ ৪০ নম্বর ধারীরা কিভাবে চাকরি পেল? এর দায়ভার কে নিবে? এনটিআরসিকে নিতে হবে? আর আমরা যারা আছি তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে।
Rifat, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
৫৯ নম্বর পেয়েও চাকরি পায়নি ।তাহলে ৪৫ ৪০ নম্বর ধারীরা কিভাবে চাকরি পেল? এর দায়ভার কে নিবে? এনটিআরসিকে নিতে হবে? আর আমরা যারা আছি তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে।
Rifat, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
৫৯ নম্বর পেয়েও চাকরি পায়নি ।তাহলে ৪৫ ৪০ নম্বর ধারীরা কিভাবে চাকরি পেল? এর দায়ভার কে নিবে? এনটিআরসিকে নিতে হবে? আর আমরা যারা আছি তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে।
Rifat, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
তাশরিফা জান্নাত আপনি তো এখনো পরীক্ষার্থী আছেন ,আপনি তো প্রার্থী হন নাই। তাহলে আপনার উপর কিভাবে অবিচার করা হবে? আর আমরা যারা শিক্ষক হওয়ার যোগ্য সনদ পাওয়ার পরেও এখনো পর্যন্ত এনটিআরসির দুর্নীতি আর জাল সনদারীদের জন্য চাকরি পাচ্ছে না তাদের প্রতি কি অবিচার হচ্ছে না? আপনি তো পেটে বাচ্চা রেখেই চাকরি চাচ্ছেন। অর্থাৎ আপনার সনদ নেই কিন্তু চাকরি চাই। জাল সনদধারীর মত।
Rifat, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
কোনো অসভ্য লোক শিক্ষক পদে আসতে না পারে দৈনিক শিক্ষাডটকম যেন সেই চেষ্টা অব্যাহত রাখে।
তাশরিফা জান্নাত, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
সম্পূর্ণ নিয়মবহির্ভূত একটি সিদ্ধান্ত। এটি কার্যকর হলে ১৮ তম প্রার্থী দের প্রতি অবিচার করা হবে।
Sajedul Islam, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
বিশেষ গণবিজ্ঞপ্তির কথা শুনে অনেকে না বুঝে আগে থেকে ভেটো দিয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন পাশ করলে সেই দুর্বল বা কম মেধাবী নয়। বিষয়টি আমরা যারা ১২ তম আগে পরীক্ষায় অংশগ্রহন করেছি তারা স্কোর করার চিন্তা করিনি কারণ তখন স্কোর দেখতো না দেখতো পাশ করছে কি না? তাই অনেকে পাশ করার মতো পরীক্ষা দিয়ে বের হয়ে যেতো। আর একজন ব্যক্তি খুব বেশি দূর্বল হলে তো অনার্স ও মাস্টার্স পাশ করার কথাও না। এতগুলো ধাপ অতিক্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করার পরও কিভাবে আপনারা দূর্বল বলেন? এইসব পরীক্ষায় পাশের হার বরারই কম ছিল। পরীক্ষায় অংশগ্রহন করতো ২লাখ পাশ করতো ৫-৬ হাজার। তহলে বলেন তারা কি খুবই দূর্বল?
Sajedul Islam, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
বিশেষ গণবিজ্ঞপ্তির কথা শুনে অনেকে না বুঝে আগে থেকে ভেটো দিয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন পাশ করলে সেই দুর্বল বা কম মেধাবী নয়। বিষয়টি আমরা যারা ১২ তম আগে পরীক্ষায় অংশগ্রহন করেছি তারা স্কোর করার চিন্তা করিনি কারণ তখন স্কোর দেখতো না দেখতো পাশ করছে কি না? তাই অনেকে পাশ করার মতো পরীক্ষা দিয়ে বের হয়ে যেতো। আর একজন ব্যক্তি খুব বেশি দূর্বল হলে তো অনার্স ও মাস্টার্স পাশ করার কথাও না। এতগুলো ধাপ অতিক্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করার পরও কিভাবে আপনারা দূর্বল বলেন? এইসব পরীক্ষায় পাশের হার বরারই কম ছিল। পরীক্ষায় অংশগ্রহন করতো ২লাখ পাশ করতো ৫-৬ হাজার। তহলে বলেন তারা কি খুবই দূর্বল?
Md. Kazal Islam, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
লেখার পরের অংশ- শিক্ষক সংকট দুর করতে না পারায় আপনি এনটিআরসিএ -কে ব্যর্থ প্রতিষ্ঠান বলেছেন। আসলেই এনটিআরসিএ ব্যর্থ প্রতিষ্ঠান। কারণ ১ থেকে ১৭ তম হাজার হাজার বা লক্ষ লক্ষ শিক্ষক নিবন্ধনধারী থাকা সত্বেও তারা শিক্ষক সংকট দুর করে নাই। এনটিআরসিএ এর উদ্দেশ্য কি ছিল, শিক্ষক সংকট দুর করা, না একটার পর একটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে মেধাবীদের সনদ দিয়ে কৌটি কৌটি টাকা কামানো, প্রশ্ন রাখলাম আপনার কাছে।
Md. Kazal Islam, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
আপনার লেখা পড়ে যেটা বুঝলাম আপনি শুধুমাত্র ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের হয়ে কথা বলেছেন। তাদের পরীক্ষা কার্যক্রম এখনও চলমান। আপনার লেখায় নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। আপনি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া নিবন্ধনধারী শিক্ষক, না কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া নিবন্ধনধারী শিক্ষক, না কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া নিবন্ধনছাড়া শিক্ষক, তা আমার জানা নাই। আপনার লেখা পড়ে মনে হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধনধারীদের সম্পর্কে ধারনা নাই। আপনার কথামতে ৪৫ থেকে ৪৮ নম্বর প্রাপ্তরাসহ উপরের ভালো নম্বর প্রাপ্তদের সবার চাকুরী হয়ে গেছে। আপনার ধারনা ভুল। এখনও ৫০ থেকে ৭০ নম্বর পাওয়া হাজার হাজার শিক্ষক নিবন্ধনধারী আছে। এনটিআরসিএ এর সিস্টেমের যাতাকলে তারা পিষ্ট। তারা মেধাবী। আসলে যারা শিক্ষক নিবন্ধনধারী তারা সবাই মেধাবী এবং শিক্ষক হওয়ার যোগ্য।
MAHBUB HOSSAIN, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
গত গণবিজ্ঞপ্তিতে ১৬তম নিবন্ধন এর পূর্বের নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয় নি।যার ফলে নাম্বার বেশি থাকলেও অনেকে বঞ্চিত হয়েছে। আবার শূন্য পদের বিপরীতে কাঙ্ক্ষিত প্রার্থী পাওয়া যায় নি।ফলে শিক্ষক সংকটে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বিঘ্নিত হচ্ছে পাঠদান কার্যক্রম।বিশেষ বিজ্ঞপ্তি দিলে অনেক পুরনো নিবন্ধনধারী যেমন সুযোগ পাবে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকটও দূর হবে।
মোঃ রেজাউল ইসলাম, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
৫৯ নম্বর পেয়েও নিয়োগ পাইনি। আবার অনেকে ৪০-৪৫ নম্বর পেয়েও নিয়োগ পেয়েছেন। তাহলে কি তারাই মেধাবী ?
মোঃ রেজাউল ইসলাম, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
৫৯ নম্বর পেয়ে ও নিয়োগ পাইনি। আবার অনেকে ৪০ নম্বর পেয়েও নিয়োগ পেয়েছেন। তাহলে কি তারাই মেধাবী?
Shitol, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
60 নম্বর পেয়েও নিয়োগ পায়নি আমার স্ত্রী। আমার জানামতে আরও একজন 60 নম্বর পেয়ে চাকরি পায়নি। আপনাদের মতে এরা মেধাবী নয়। মেধাবী হল তারা যারা চল্লিশ নম্বর পেয়ে চাকরি করছে। 60 হাজার জাল সনদ ধারী চাকরি করছে। আপনাদের মতে এরা আগে চাকরি পেয়েছে বলে এরা খুবই মেধাবী। ফ্যাসিস্ট এর দোসররা এখনো সক্রিয়।
Shitol, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
60 নম্বর পেয়েও নিয়োগ পায়নি আমার স্ত্রী। আমার জানামতে আরও একজন 60 নম্বর পেয়ে চাকরি পায়নি। আপনাদের মতে এরা মেধাবী নয়। মেধাবী হল তারা যারা চল্লিশ নম্বর পেয়ে চাকরি করছে। 60 হাজার জাল সনদ ধারী চাকরি করছে। আপনাদের মতে এরা আগে চাকরি পেয়েছে বলে এরা খুবই মেধাবী। ফ্যাসিস্ট এর দোসররা এখনো সক্রিয়।
Reajul islam, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
বেসরকারি শিক্ষকদের বেতন কম থাকার কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো শিক্ষক পাওয়া যায় না। নেই শিক্ষকদের বদলি নেই শতভাগ উৎসব ভাতা,নেই অন্যান্য সুযোগ সুবিধা।
Bishanath Shil, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
এখন করা দরকার বলে আমি মনে করি ১ম থেকে ১৮তম পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ন, কর্মরত এবং আগের সকল কর্মকর্তার কর্মচারীদের অবৈধ সম্পদের হিসাব, গত চেয়ারম্যানের গাড়ি চালক সিস্টেম এনালিস্টের পাহাড় সম সম্পদ অর্জন কাদের ঠেকিয়ে হয়েছে।
Mukter Hossain manik, ০৫ সেপ্টেম্বর, ২০২৪
আরে ভাই আপনি কেন এগুলো বলেন?????১ম থেকে ১০ম নিবন্ধন এর কোন নাম্বারের দিক নিরদেশনা ছিলো না।থাকলে তারাও ভালো নাম্বার তুলতো। নতুন আসন্ন বিশেষ গনবিজ্ঞপ্তিকে সাধুবাদ জানাই,,,,