এই অডিড প্রোথাটা উঠিয়ে দেওয়া যায় কিনা কর্তৃপক্ষকে ভেবে দেখার অনুরোধ করছি।কারণ অডিডের নামে প্রতিষ্ঠানে ডাকাতি করা হয়।বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নানা বঞ্চনার শিকার।অডিডে এসেই এক এমপিও,দুই এমপিও বিল দাবী করে বসেন।তাদের ভাষ্য লক্ষ,লক্ষ টাকা (বিশ থেকে ত্রিশ)খরচ করে অডিটর হতে হয়!তাই কমে পোশায়না।ভাবটা এরকম শুধু টাকার জন্যই এ অডিড!তাই এ প্রোথা বাতিল হোক।
A. H. M. Faruque Rahman, ০৯ সেপ্টেম্বর, ২০২৪
ডিআইএ কি কখনো ঘুষ মুক্ত হবে না? সব সরকারের আমলেই এদের ঘুষ বাণিজ্য চলতে থাকে। এটা কি দেখার কেউ নেই?
Mahmud Hasan, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
এই ঘুষখোর কুলাঙ্গারদেরকে অডিটের দায়িত্ব দিলে জাতির সঙ্গে বেঈমানী করা হবে।