মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Suraiya Akter Akter, ১০ সেপ্টেম্বর, ২০২৪
স্যার, আপনার কথাগুলো খুবই যুক্তিযুক্ত এবং গুরত্বপূর্ণ । শিক্ষার্থীদের দ্বারা হেনস্তা হওয়ার ভয়ে অনেক শিক্ষক স্কুল ও কলেজে যাচ্ছেনা । যেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ আছেন তারা ওইসব শিক্ষকদের দায়িত্ব নিতে চাচ্ছেন না তাও ছাত্রদের ভয়ে। কিছু সং্খক ছাত্র অর্থাৎ সকল ছাত্র শিক্ষকের বিরোধিতা করেছে না । কিছু অসাধু শিক্ষক ষড়যন্ত্র করে গুটিকয়েক ছাত্রকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বেপরোয়া হয়ে ওঠেছে । এইসব ষড়যন্ত্রের হাত থেকে শিক্ষকদের রক্ষা করুন ।
Suraiya Akter Akter, ১০ সেপ্টেম্বর, ২০২৪
স্যার, আপনার কথাগুলো খুবই যুক্তিযুক্ত এবং গুরত্বপূর্ণ । শিক্ষার্থীদের দ্বারা হেনস্তা হওয়ার ভয়ে অনেক শিক্ষক স্কুল ও কলেজে যাচ্ছেনা । যেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ আছেন তারা ওইসব শিক্ষকদের দায়িত্ব নিতে চাচ্ছেন না তাও ছাত্রদের ভয়ে। কিছু সং্খক ছাত্র অর্থাৎ সকল ছাত্র শিক্ষকের বিরোধিতা করেছে না । কিছু অসাধু শিক্ষক ষড়যন্ত্র করে গুটিকয়েক ছাত্রকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বেপরোয়া হয়ে ওঠেছে । এইসব ষড়যন্ত্রের হাত থেকে শিক্ষকদের রক্ষা করুন ।
কে,এম,নাসির উদ্দীন, ১০ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষক জাতি গড়ার কারিগর। অথচ শিক্ষকদের রাজনীতির সাথে সংযুক্ত করা হচ্ছে। তাঁরা শিক্ষা গবেষণা নিয়ে থাকবে। রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক না থাকলে আপনি যতই মেধাবী হোননা কেন আপনি প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন না।আবার দল ক্ষমতা হারালে তাঁকে নানাভাবে অপমান অপদস্থ হতে হয়।একি দূর্বব দুর্বিপাক মাওলা।এনটিআরসির মাধ্যমে স্কুল কলেজের শিক্ষক নিয়োগ দেয়া হয়।তাহলে প্রতিষ্ঠান প্রধানদের কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হয় কেন? কেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য? তাহলে কেয়ার টেকার সরকার কি এ সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে পারেন না?পূর্নাঙ্গ উৎসব ভাতা চালু করতে পারেন না।রাজনৈতিক দল ক্ষমতায় আসে আবার পালা বদলে চলে যান, কিন্তু শিক্ষক সমাজ যেই তিমিরে সেই তিমিরেই থেকে যান!প্রতি বছর ঘটা করে বিশ্ব শিক্ষক দিবস পালন করলে কি এদেশের শিক্ষার মান আন্তর্জাতিক মানের হবে? শিক্ষকদের মান সম্পন্ন বেতন ভাতা ও রাজনৈতিক লেজুড়বৃত্তির বাইরে নিয়ে আসতে হবে। তবেই শিক্ষার মান ভালো হবে। বিষয়টি কতৃপক্ষের নজরে আনার জন্য অনুরোধ রইল।
কে,এম,নাসির উদ্দীন, ১০ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষক জাতি গড়ার কারিগর। অথচ শিক্ষকদের রাজনীতির সাথে সংযুক্ত করা হচ্ছে। তাঁরা শিক্ষা গবেষণা নিয়ে থাকবে। রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক না থাকলে আপনি যতই মেধাবী হোননা কেন আপনি প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন না।আবার দল ক্ষমতা হারালে তাঁকে নানাভাবে অপমান অপদস্থ হতে হয়।একি দূর্বব দুর্বিপাক মাওলা।এনটিআরসির মাধ্যমে স্কুল কলেজের শিক্ষক নিয়োগ দেয়া হয়।তাহলে প্রতিষ্ঠান প্রধানদের কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হয় কেন? কেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য? তাহলে কেয়ার টেকার সরকার কি এ সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে পারেন না?পূর্নাঙ্গ উৎসব ভাতা চালু করতে পারেন না।রাজনৈতিক দল ক্ষমতায় আসে আবার পালা বদলে চলে যান, কিন্তু শিক্ষক সমাজ যেই তিমিরে সেই তিমিরেই থেকে যান!প্রতি বছর ঘটা করে বিশ্ব শিক্ষক দিবস পালন করলে কি এদেশের শিক্ষার মান আন্তর্জাতিক মানের হবে? শিক্ষকদের মান সম্পন্ন বেতন ভাতা ও রাজনৈতিক লেজুড়বৃত্তির বাইরে নিয়ে আসতে হবে। তবেই শিক্ষার মান ভালো হবে। বিষয়টি কতৃপক্ষের নজরে আনার জন্য অনুরোধ রইল।
কে,এম,নাসির উদ্দীন, ১০ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষক জাতি গড়ার কারিগর। অথচ শিক্ষকদের রাজনীতির সাথে সংয৩ করা হচ্ছে। তাঁরা শিক্ষা গবেষণা নিয়ে থাকবে। রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক না থাকলে আপনি যতই মেধাবী হোননা কেন আপনি প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন না।আবার দল ক্ষমতা হারালে তাঁকে নানাভাবে অপমান অপদস্থ হতে হয়।একি দূর্বব দুর্বিপাক মাওলা।এনটিআরসির মাধ্যমে স্কুল কলেজের শিক্ষক নিয়োগ দেয়া হয়।তাহলে প্রতিষ্ঠান প্রধানদের কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হয় কেন? কেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য? তাহলে কেয়ার টেকার সরকার কি এ সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে পারেন না?পূর্নাঙ্গ উৎসব ভাতা চালু করতে পারেন না।রাজনৈতিক দল ক্ষমতায় আসে আবার পালা বদলে চলে যান কিন্তু শিক্ষক সমাজ যেই তিমিরে সেই তিমিরেই থেকে যান!প্রতি বছর ঘটা করে বিশ্ব শিক্ষক দিবস পালন করলে কি এদেশের শিক্ষার মান আন্তর্জাতিক মানের হবে? শিক্ষকদের মান সম্পন্ন বেতন ভাতা ও রাজনৈতিক লেজুড়বৃত্তির বাইরে নিয়ে আসতে হবে। তবেই শিক্ষার মান ভালো হবে। বিষয়টি কতৃপক্ষের নজরে আনার জন্য অনুরোধ রইল।
Md Nural Amin, ০৯ সেপ্টেম্বর, ২০২৪
কিছু কিছু শিক্ষকের অত্যাচারের মাত্রা এত বেশি ছিলো যে আমাদেরকে চুপচাপ বসে থাকা ছাড়া কোন কিছু করতে মন থেকে সাড়া পাই নাই।
Khalil Master, ০৯ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষকগণ ভালো আছেন। শিক্ষকরা ভালো নেই। আলাদা করলাম কেন? যারা সবসময় বিধি মোতাবেক চলেন আর যারা বিধির বাহিরে সার্থ খোজে। এইরকম খোঁজাখুঁজির জন্য সব শিক্ষকের অপমান। তাই শিক্ষকদের জন্য টেকস‌ই বিধি প্রণয়ন হোক। যারা বিধি বহির্ভূতভাবে সুযোগ খুঁজবে তাদের যথাযথ শাস্তি হবে।