সময়োপযোগী একটি প্রতিবেদন লেখার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্য করা গেছে, যে সরকারই আসুকনা কেন বেসরকারী শিক্ষকদের প্রতি থেকেছে সম্পূর্ন উদাসীন। আমার যতদুর মনে পড়ে ১৯৯৬ সালে,২০০১ সালে এবং ২০০৮ সালে যারা ক্ষমতায় এসেছে , আসার আগে সবার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল শিক্ষকদের জাতীয়করন করবেন কিন্তু ক্ষমতায় আসার পরে বেমালুম ভুলে যান। কোন কোন মন্ত্রী ও সরকার প্রধান তো রীতিমত শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেছেন, অপমানজনক কথা বার্তাও বলেছেন। আমরা সবকিছু ভুলে বর্তমান অন্তরবর্তি সরকার ক্ষমতা গ্রহনের পরথেকে আশায় বুক বেধেছি।
মো.পাইলট খান, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব আসা যাওয়া ৬৪ কিমি। ১২৫০০ টাকা বেতন দিয়ে কিভাবে, বাবা মা এর খরচ চালাবো, কিভাবেই বা স্ত্রী, সন্তানাদির খরচ বহন করবো। আয়,আল্লাহ, আমাদের জন্য উত্তম ফয়সালা করে দাও। আমিন
মো.পাইলট খান, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব আসা যাওয়া ৬৪ কিমি। ১২৫০০ টাকা বেতন দিয়ে কিভাবে, বাবা মা এর খরচ চালাবো, কিভাবেই বা স্ত্রী, সন্তানাদির খরচ বহন করবো। আয়,আল্লাহ, আমাদের জন্য উত্তম ফয়সালা করে দাও। আমিন
মোঃ আলিউজ্জামান, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
জাতীয় করণ এখন সময়ের দাবি
S.M.Mozammel kabir, ১২ সেপ্টেম্বর, ২০২৪
চমৎকার লিখেছেন। জাতীয়করণ এখন সময়ের দাবী। জাতীয়করণের মাধ্যমেই এমপিও ভুক্ত শিক্ষকরা পেতে পারে অর্থনৈতিক মুক্তি। শিক্ষা হবে সাশ্রয়ী।