মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.jainal abedin, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকদের সন্মানী দেওয়ার জন্য অনুরোধ করছি। তাদের বেঁচে থাকার অধিকার দেন। তারা পরিশ্রম করে কিন্তু বিনিময়ে তারা কিছুই পাইনি।তারা কোন কিছু বলতে পারে না। বলতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয়।
Md.jainal abedin, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকদের সন্মানী দেওয়ার জন্য অনুরোধ করছি। তাদের বেঁচে থাকার অধিকার দেন। তারা পরিশ্রম করে কিন্তু বিনিময়ে তারা কিছুই পাইনি।তারা কোন কিছু বলতে পারে না। বলতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয়।
Suraiya Akter Akter, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
এইসব আইন শুধু প্রণয়ন করেই শেষ কিন্তু বাস্তবায়নের কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না । এখনো অনেক শিক্ষক শিক্ষার্থীদের হেনস্তার ভয়ে স্কুল , কলেজে যাচ্ছেন না । অনেক স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করে এসব করাচ্ছেন । ছাত্রদের প্রশ্ন করলে বলে আমরা না স্যারেরা করছে আবার স্যারেদের প্রশ্ন করলে বলে ছাত্ররা করছে ! আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ সমন্বয়ক নামক ছাত্রদের দ্বারা নির্বাচিত বলে তাদের কথার বাহিরে যাচ্ছেন না । এই অবস্থার অবসান ঘটিয়ে শিক্ষকদের হয়রানি বন্ধ করা হউক ।
Suraiya Akter Akter, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
এইসব আইন শুধু প্রণয়ন করেই শেষ কিন্তু বাস্তবায়নের কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না । এখনো অনেক শিক্ষক শিক্ষার্থীদের হেনস্তার ভয়ে স্কুল , কলেজে যাচ্ছেন না । অনেক স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করে এসব করাচ্ছেন । ছাত্রদের প্রশ্ন করলে বলে আমরা না স্যারেরা করছে আবার স্যারেদের প্রশ্ন করলে বলে ছাত্ররা করছে ! আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ সমন্বয়ক নামক ছাত্রদের দ্বারা নির্বাচিত বলে তাদের কথার বাহিরে যাচ্ছেন না । এই অবস্থার অবসান ঘটিয়ে শিক্ষকদের হয়রানি বন্ধ করা হউক ।