মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ নুরুল আলম ছিদ্দিকী, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষকদের প্রতি অবহেলা আজ নকুন নয় । স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত গুলো স্বাশক বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা বেসরকারী শিক্ষক শুদু দের ব্যাবহার করে ঘেছে । পেয়েছে লাঞ্চনা আর অপমান । প্রধান শিক্ষদের ব্যাবহার করে ।নিযোগ থেকে শুরু করে প্রতিটি যায়গায় কাদের ছিল অনৈতিক হস্তক্ষেপ। আর ছিল কোটি কোটি টাকার বানিজ্য । কিন্তু অবহেলিত শিক্ষকদের ভাগ্যর চাকা আর খোলে নাই । একজন শিক্ষক যখন ১৩০০০ টাকা মাসিক বেতন উঠায় তাদিয়ে ৫ দিন ভাল ভারে বাজার করতে পারে কিনা সন্দেহ। বলতে কষ্ট লাগে এক জন শিক্ষক যখন মাস শেষে ১০০০ টাকা বাড়ী বাড়া পায় তাদিয়ে একটি কুকুর থাকার ঘরও পাওয়া যায় না তাই কষ্ট লাগে । আমরা কোটি টাকা বেতন চাইনা আমরা ততটুকু চাই যে টুকু হলে আমরা কোন রকম বেচে থাকতে পারি বর্তমান প্রদান উপদেষ্টার কাছে আমাদের দাবি । লেখক মোঃ নুরুল আলম ছিদ্দিকী পক্ষে সাদারন সম্পাদক বাংলাদেশ মাদ্রাসা সহক্রী মৌলভী শিক্ষক পরিষদ ।
Prof. MD. Alamgir, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি করন / জাতীয় করনের দাবি জানাবেন সাথে সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে সকল ভাতাদি সেই গুলো বেশি নেওয়ার দাবি জানাবেন হাস্যকর ব্যাপার। নেতা হ‌ওয়ার চেষ্টা করছেন কিন্তু নেতা হ‌ওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা থাকা লাগবে তো। দাবি দাওয়া কিভাবে জানাবেন অনেক অভিজ্ঞ শিক্ষক নেতা আছে তাদের পরামর্শ নিয়েন। ভালো থাকুন।
Prof. MD. Alamgir, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি করন / জাতীয় করনের দাবি জানাবেন সাথে সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে সকল ভাতাদি সেই গুলো বেশি নেওয়ার দাবি জানাবেন হাস্যকর ব্যাপার। নেতা হ‌ওয়ার চেষ্টা করছেন কিন্তু নেতা হ‌ওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা থাকা লাগবে তো। দাবি দাওয়া কিভাবে জানাবেন অনেক অভিজ্ঞ শিক্ষক নেতা আছে তাদের পরামর্শ নিয়েন। ভালো থাকুন।
Basir Mia, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
আপনারা তো দেখি টুপি মাথায় থাকলে কি হবে নামাজই পড়েন না নামাজ না পড়লে কি আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহর কাছে তো দোয়া করলে বড়টা চাইতে হয় আর বড়টা চাইলে তো আল্লাহ যেখানে বেশি কম হইলেও দিবে খালি হাতে দিবে না। শিক্ষকের মতো তালা বিছায়েন না ভিক্ষুকের মতো তালা না চাহিয়া চাওয়ার মত চাইতে যান।
Basir Mia, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
আপনাদেরকে কে বলছে বাড়িভাড়া চিকিৎসা ভাড়া আর ওসব বার্তা নিয়ে সেটা মিটিং মিছিল করার জন্য? সাথে জাতীয়করণ নিয়ে আলোচনা করেন যাতে করে নিয়ে আলোচনা করেন।
মোঃ আব্দুল আজিজ বকশী, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
এক দফা এক দাবী জাতীয়করণ অত কথা কিসের
মো. নেয়ামত উল্যাহ। প্রভাষক (আরবি), পালাখাল ছালেহিয়া সিনিয়র মাদ্রাসা। কচুয়া, চাঁদপুর । ০১৮১৯০৯৯১২৭, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
এমপিওভুক্ত শিক্ষকরা শুরু থেকেই বৈষম্যের শিকার। বৈষম্য হীনতার এই সময়ে, সময় হয়েছে বৈষম্য দূর করার।