স্যার,, সময়োপযোগী একটি শিক্ষাভিত্তিক নিবন্ধ লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষা যে জাতি গঠনের পূর্বশর্ত, তা আমরা ভুলে গেছি। আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তৈরি করি না - তৈরি করি টাকা উপার্জনের মেশিন। আমাদের মূল্যবোধ এখন তলানিতে গিয়ে ঠেকেছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজ, রাষ্ট্র-সবার চিন্তা এখন এরকম। মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষের জায়গা শূন্য হচ্ছে, কিন্তু আর পূরণ হচ্ছে না। আর এটাই এথন সবচেয়ে বড় ট্রাজেডি। সুতরাং জাতির জীবনে ঘোরতর অন্ধকার ছাড়া কিছুই দেখছি না।