মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mohammad Shahinoor Rahman, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
Still there are mary fascist and corrupt officials and bureaucrats in education ministry who don't want a fair and comprehensive transfer process for the indexed teachers against the vacant posts. The so called mutual transfer process is nothing but the byproduct of the so called fascist officials and bureaucrats of the previous tyrant/ autocratic regime. It is undoubtedly a great farce with the valid demand of the thousands of indexed teachers. Even 1% of the indexed teachers will not be benefited by this so called mutual system of transfer. It is not desirable in the newly freed Bangladesh of the students and the masses. It is totally useless. So we are turning it down with great contempt. At the same time we are drawing the kind attention of our respected Chief Adviser and Education Adviser in this regard to solve this problem with care and compassion soon. Thanks...
Md Safiq, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
এই ধরনের বদলি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। আশা করি এই বদলি বাদ দিয়ে সকল ইনডেক্স ধারীদের গণজ্ঞপ্তির মাধ্যমে বদলির আদেশ জারি করা হোক
মোঃ শহিদুল ইসলাম খান, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
বেসরকারী সকল শিক্ষকদের বদলী চাই । বদলী ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব না । এই সহজ কথাটি যারা বুঝে না তারা শিক্ষার মান উন্নয়ন চাই না । শিক্ষাকে বাঁচাতে হলে মাধ্যমিক শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে ।
Reajul islam, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
বেসরকারি শিক্ষকদের বদলি দিতে এত অনীহা কেন? মনে করেন শিক্ষকদের বদলি নিজের সম্পদ । অনেক কর্মকতা বেসরকারি শিক্ষকদের বদলির বিরোধিতা করেন। সেই আগের কর্মকর্তাদের অপসারণ করতে হবে তার পরে সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি করতে হবে। সকল চাকরির বদলি আছে কিন্তু কেবলমাত্র বেসরকারি ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি নাই।
Reajul islam, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
বেসরকারি শিক্ষকদের বদলি দিতে এত অনীহা কেন? মনে করেন শিক্ষকদের বদলি নিজের সম্পদ
এ, এইচ,এম শহীদুল্লাহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম । প্রয়োজন নেই।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
পারস্পরিক বদলীতে শিক্ষকদের যে সব শর্ত দেওয়া হয়েছে তাতে কতজন শিক্ষক এর মাধ্যমে সুযোগ-সুবিধা ভোগ করবে ? ১% পাবে কিনা সন্দেহ। তা হলে অকারন আওয়ামী সরকারের সেই শর্ত বহাল রেখে এই বদলীর মানেটা কি ? সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে বেসরকারী শিক্ষকদের এত লেখালেখির পরও বর্তমান সরকারও তাই করলো। আসলে যে যায় লংকায় সেই হয় রাবণ। অন্তরবর্তী সরকারের উপর থেকেও কেন যেন আমাদেরও আস্থা ক্ষীণ হয়ে যাচ্ছে। সরকার শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত আছে, জনগন নিয়ে নয়।
Abdul Wadud, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ধন্যবাদ
Mohammad Shahinoor Rahman, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
গত আগস্টের মাঝামাঝি সময়ে বেসরকারী স্কুল কলেজে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের পারস্পরিক বদলির নামে যে প্রহসনমূলক বিঞ্জপ্তিটি প্রকাশ হয়েছিল তা ১ আগস্টে সইকরা স্বৈরাচারী আমলের একটি সিদ্ধান্ত মাত্র যা কোন ভাবেই হাজার হাজার ইনডেক্সধারী শিক্ষকদের প্রাণের দাবি শূন্যপদের বিপরীতে বদলির সাথে খাপখায় না বলে আমরা ঘৃণাভরে ঐ তথাকথিত বদলির বিষয়টি প্রত্যাখান করছি। শিক্ষাবিভাগের যে সকল কর্মকর্তা এখনো ঐ পুরাতন সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইছেন আমরা তাদেরকে স্বৈরাচারী সরকারের ঘাপ্টিমারা দোসর হিসেবেই বিবেচনা করব। নতুন এ বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক বদলির সিদ্ধান্তকে আমরা শিক্ষক জনতা সম্মিলিতভাবে প্রতিহত করব। ইনডেক্সধারী শিক্ষকরা যাতে শীঘ্রই শূন্যপদের বিপরীতে বদলির সুযোগ পান সে বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয়গণের আশু হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ।
Md. Sohel Rana, Lecturer at ntrca 4th final recommended Muzaffarabad Jashoda Nagendro Nandi Residential Girl's Degree College, Patiya,Chattogram., ১৬ সেপ্টেম্বর, ২০২৪
পারস্পরিক বদলী নয়..... সার্বজনীন শূন্য পদে বদলী চাই।।
Mohit Ray, Assistant Teacher, Joynob School & College, Shariatpur., ১৬ সেপ্টেম্বর, ২০২৪
সকল বৈষম্য দূর করে সকলের জন্য বদলি বাস্তবায়ন করা উচিত ছিল। তাহলে আমরা যারা কমিটি নিয়োগের মাধ্যমে দূরে চাকরি করি সে সকল শিক্ষকের মঙ্গল হতো। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার জন্য অনুরোধ রইলো।