সচিবের নির্দেশে বন্ধ হয়নি। সহকারী গ্রন্থাগারিক,ও গ্রন্থাগারিক নিয়োগে বৈষম্য সৃষ্টি করে কতৃপক্ষ এমপি ও নীতিমালা থেকে স্কুল কলেজ থেকে পড়ুয়া শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধুমাএ মাদ্রাসা থেকে ফাজিল ও লাইব্রেরি সায়েন্স পাস চায়। ফলে মাদ্রাসাগুলো তড়িঘড়ি নিয়োগ বিঃ দেয় পএিকায় আমাদের সমন্বয়ক আবুবকর সিদ্দিক আমি সহ ৪০ জন এই নিয়োগ অবৈধ ও সমমান চেয়ে রিট করি আদালত নিয়োগ স্থগিত করে এবং কিছুদিন পর এনটিআরসিএ এর হাতে নিয়োগ চলে যায়। এর মাঝে লাখ লাখ টাকা ঘুষ লেনদেন হয় কিন্তু আল্লাহ সর্বশক্তিমান আজ তারা নিয়োগবঞ্চিত। আমিন। সমমান না করে আদালতের নিষেধাঞ্গা অমান্য করে ডিজি হাবিবুর রহমান ঘুষের বিনিময়ে যদি নিয়োগ এর অনুমতি দেন তাহলে তার বিরুদ্ধে ও হাইকোর্টে রিট হবে ইনশাআল্লাহ।