মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এ, এইচ,এম শহীদুল্লাহ, ২১ সেপ্টেম্বর, ২০২৪
যারা ছাত্র রাজনীতির বিরোধিতা করছে তারা কিন্তু দীর্ঘ ১৬ বছর নিরব ছিলেন। রাজনীতি তো দুরের কথা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ্তান্ডবেও টু শব্দ পর্যন্ত করেননি। একই ঘটনা দেখেছি ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে এই চক্র ছাত্র রাজনীতির বিরোধিতা করেছিল। তখন বিষয়টি ভাল মনে নিয়েছিলাম। ১৯৯৬ তে এসে উলটো চিত্র। ২০০১ সালে এসে এই গ্রুপ আবার ছাত্র রাজনীতির বিরোধীতা শুরু। ২০০৯ থেকে এ পর্যন্ত তারা ছত্র রাজনীতি নিয়ে কোন উচ্চবাচ্চ করে নাই । যেদিন খুনী হাসিনার পতন ঘটলো সেখান থেকে আবার ছাত্র রাজনীতি নিয়ে ষড়যন্ত্র শুরূ। বলি যাদের কারনে আমরা গণতন্ত্র ফিরে পেলাম। স্বৈরতন্ত্র বিদায় হলো তাদেরকে কেন রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য কি ? অথচ হাসিনার লাঠিয়াল (ছাত্র) লীগ যখন বিশ্ববিদ্যালয়ে ধর্ষনে সেঞ্চুরী করে অনুষ্ঠান করত, বিরোধী ছাত্র খুন করে, নির্যাতন করে পৈশাচিক উল্লাসে মেতে উঠত তখন এ সব সুশীল সমাজ নামে কুলাঙ্গার ভারতীয় দালালদের ছাত্র রাজনীতি নিয়ে কোন কথা আমরা শুনতে পাই নাই। আমরা ছাত্র রাজনীতি চাই তবে সুষ্ঠু পথে।