মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.Jaber Ali, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিটি পিটিআই শুধু বি.এড ,এম এড কোর্স এবং প্রাথমিক মাধ্যমিক ও কলেজের শিক্ষকদের সকল ট্রেনিং সেন্টার করা উচিত।
MD.Jaber Ali, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিটি পিটিআই শুধু বি.এড ,এম এড কোর্স এবং প্রাথমিক মাধ্যমিক ও কলেজের শিক্ষকদের সকল ট্রেনিং সেন্টার করা উচিত।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রশিক্ষণ ব্যতীত কোন শিক্ষক শ্রেণি কক্ষে না যাওয়ায় উচিত। একজন শিক্ষক যখন প্রশিক্ষণ ছাড়া ক্লাসে যান তখন সেই শিক্ষক নিজস্ব মতে পাঠ দান করেন, পরবর্তীতে তিনি যতই ভাল প্রশিক্ষণ অর্জন করেন না কেন তার সে অভ্যস্তমত পাঠ চক্র ভুলতে পারেন না। ফলে প্রশিক্ষণের কোন মূলা থাকে না। শুধুমাত্র বেতন স্কেল পরিবর্তন ছাড়া। অতএব কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ থাকবে নিয়োগের সাথে সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করুন।