মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ শহিদুল ইসলাম খান, ০৩ অক্টোবর, ২০২৪
একদম ঠিক বলেছেন।সকল বেসরকারি শিক্ষকদের বদলী সময়ের দবী। যারা বদলীর বিরুদ্ধে কথা বলে তারা শিক্ষার শত্রু।
Kazi Ashraf, ০২ অক্টোবর, ২০২৪
সর্বজনীন বদলী শিক্ষকদের মৌলিক অধিকার। প্রধান শিক্ষকসহ সকল এমপিওভুক্ত শিক্ষকের বদলী প্রথা অবিলম্বে চালু করা দরকার। আমলারা নিজেরা বদলী হয়। সরকারি হাইস্কুলের টিচাররা বদলী হয়। আমরা যারা ৯৮% শিক্ষার্থী পড়াই, আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সচিবদের মতে, আমরা যেন মানুষ নই। আমাদের কোন চাওয়া পাওয়া থাকতে নেই।
Reajul islam, ০২ অক্টোবর, ২০২৪
সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি দিতে কতো টাকা ক্ষতি হবে ? শিক্ষকদের বদলি তাদের অধিকার। বদলি হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। শিক্ষার মান বৃদ্ধি চাইবেন অন্য দিকে শিক্ষকদের সর্বাজনীন বদলি দিবেন না আর শিক্ষার মান বৃদ্ধি চাইবেন তা হতে পারে না।