মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

S M Humaun Kabir, ০৪ অক্টোবর, ২০২৪
In public Interest I'd like to know if teachers'll get proportionately more benefit against their 4℅ more deposit/ contribution from their monthly pay. Regards
MuhammadmAbdul Quddus, ০৩ অক্টোবর, ২০২৪
শিক্ষকের কেটে নেওয়া টাকা দিতে এতো গড়িমসি কেনো।2024 সালের ফেব্রুয়ারী মাসে কোর্ট যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন করতে আশু প্রয়োজন বলে মনে করি।
MuhammadmAbdul Quddus, ০৩ অক্টোবর, ২০২৪
কামাল চৌধুরী বে-সরকারী শিক্ষকদের যে টাকা লুট করেছে তা হিসাবান্তে ফেরত এনে অবসরপ্রাপ্ত শিক্ষক যারা দুই/তিন বছর আগে আবেদন করে আজ অবধি কল্যান/অবসর কোনো টাকাই পাননি পর্যায় ক্রমে প্রদান করার জন্য উর্ধত্বন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
মোঃ মাহমুদ হোসেন, ০৩ অক্টোবর, ২০২৪
আমি একজন শিক্ষক হিসাবে এই ধরনের বিবেকহীন দুর্নীতিবাজ লোকের কঠিন সাস্তি চাই। এবং দ্রুত যে সব শিক্ষক অবসর গ্রহন করেছেন তাদের টাকা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
মোঃ শাহাব উদ্দিন, ০৩ অক্টোবর, ২০২৪
সচিব কামাল চৌধুরীর ফাসি চাই। আজ প্রায় চার বছর যাবত আগে আবেদন করেও আজ পর্যন্ত অবসর ভাতার টাকা পান নাই। তিন বার স্ট্রোক করেছেন।পয়সার অভাবে ভাল চিকিৎসা করাতে পারতেছি না।বাবা অসুস্থ হয়ে বিছানায় পরে আছেন।আর এদিকে দালাল রা টাকা নিয়ে ফুর্তি করছে।এটা দেখার কোন মানুষ নাই এদেশে। কি বলব ভাষা নাই।
তালুকদার ,মহিউদ্দিন, ০৩ অক্টোবর, ২০২৪
আসসলামু আলাইকুম। আমরা বেসরকারি শিক্ষক । একজন শিক্ষক যে টাকা বেতন পায় তার চেয়ে একজন নিম্নপদের কর্মচারীও বেশী টাকা পায়। আমার দাবী, যে দুর্নীতিবাজ কর্মকর্তা ধরা পড়ছে তার কাছ থেকে শিক্ষকগণের থেকে অতিরিক্ত কর্তৃনকৃত ৪% টাকা আদায় করে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ফেরত দেয়া হোক। এখন মানবিক সরকার পেয়েছি তাই আশা করছি, আমাদের সামান্য আবদারটুকুর প্রতি সম্মান প্রদর্শন করবেন। সাথে সাথে ১০% কর্তন নয়, পূর্বের ন্যায় ৬% টাকা কর্তন করার ব্যবস্থা করা হোক।
তালুকদার ,মহিউদ্দিন, ০৩ অক্টোবর, ২০২৪
আসসলামু আলাইকুম। আমি বেসরকারি কলেজ শিক্ষক । একজন শিক্ষক যত টাকা বেতন পায় তার চেয়ে একজন নিম্নপদের কর্মচারীও বেশী টাকা পায়। আমার দাবী, যে দুর্নীতিবাজ কর্মকর্তা ধরা পড়ছে তার কাছ থেকে শিক্ষকগণের থেকে অতিরিক্ত কর্তৃনকৃত ৪% টাকা আদায় করে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ফেরত দেয়া হোক। এখন মানবিক সরকার পেয়েছি তাই আশা করছি, আমাদের সামান্য আবদারটুকুর প্রতি সম্মান প্রদর্শন করবেন। সাথে সাথে ১০% কর্তন নয়, পূর্বের ন্যায় ৬% টাকা কর্তন করার ব্যবস্থা করা হোক।
***মিলন প্রিন্টার্স *** প্রো: মো: মোস্তাকুর রহমান (মিলন)। মীরগঞ্জ হাট, জলঢাকা, নীলফামারী।, ০৩ অক্টোবর, ২০২৪
দেশটাকে লুটে পুটে খেয়েছে? মনুষ্যত্ব না থাকলে এমই হওয়া স্বাভাবিক।
মোঃ রেজাউল ইসলাম, ০২ অক্টোবর, ২০২৪
৪% এর হিসাব চাই।