মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

সালমা simu, ০৪ অক্টোবর, ২০২৪
এই জাল শিক্ষক গুলো কে এমপিও দেয়া হয় বা এমপিও ভুক্ত করা হয়, তখন সাটিফিকেট গুলো যাচাই করা হয়নি কেন। আমার মতে জাল শিক্ষকদের যোগ্যতার ঘাটতি থাকলে,তাদের কে চাকুরীচ্যুত না করে সেই যোগ্যতা অর্জন করার সুযোগ দেওয়া উচিত। তার জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়া। রাষ্ট বুঝতে হবে একটি চাকুরির উপর একটি পরিবারের ৪-৫ জন সদস্যের ভরণপোষণ ও ভবিষ্যৎ নির্ভর করে। একজন শিক্ষক বা কোন ব্যক্তির চাকুরীচ্যুত হওয়া মানে ঐ পরিবারের সদস্যদের জীবনে কালো অন্ধকার নেমে আসা। অধিকাংশ বেসরকারি শিক্ষক নিন্ম মধ্যেবৃত্ত পরিবারেরর মানুষ। হয়তো রাষ্ট্রের দুর্বল শিক্ষাব্যবস্থার কারণে তারা কোন না কোনভাবে বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে অর্থনৈতিক মুক্তির জন্য একটি চাকুরি যোগার করেছে। হয়তো চাকুরী পেয়ে সে পরিবারের সদস্যদের ভরণপোষণ করতে পারছে। এই মুহূর্তে তার চাকুরীচ্যুত হলে তার পরিবারের সদস্যদের ভরণপোষণ ও ভবিষ্যৎ কেমন হবে । সেই বিষয় টি চিন্তা করে আশা করি শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা সিদান্ত গ্রহণ করবেন। অবশেষে রাষ্ট্রের কাছে অনুরোধ জাল শিক্ষক দের কাম্য যোগ্যতা না থাকলে তাদেরকে সেই যোগ্যতা অর্জন করার সুযোগ দিন। এবং জাল শিক্ষকদের পরিবার কে অর্থনৈতিক দুর্দশা পতিত না করার অনুরোধ করছি।
সালমা simu, ০৪ অক্টোবর, ২০২৪
এই জাল শিক্ষক গুলো কে এমপিও দেয়া হয় বা এমপিও ভুক্ত করা হয়, তখন সাটিফিকেট গুলো যাচাই করা হয়নি কেন। আমার মতে জাল শিক্ষকদের যোগ্যতার ঘাটতি থাকলে,তাদের কে চাকুরীচ্যুত না করে সেই যোগ্যতা অর্জন করার সুযোগ দেওয়া উচিত। তার জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়া। রাষ্ট বুঝতে হবে একটি চাকুরির উপর একটি পরিবারের ৪-৫ জন সদস্যের ভরণপোষণ ও ভবিষ্যৎ নির্ভর করে। একজন শিক্ষক বা কোন ব্যক্তির চাকুরীচ্যুত হওয়া মানে ঐ পরিবারের সদস্যদের জীবনে কালো অন্ধকার নেমে আসা। অধিকাংশ বেসরকারি শিক্ষক নিন্ম মধ্যেবৃত্ত পরিবারেরর মানুষ। হয়তো রাষ্ট্রের দুর্বল শিক্ষাব্যবস্থার কারণে তারা কোন না কোনভাবে বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে অর্থনৈতিক মুক্তির জন্য একটি চাকুরি যোগার করেছে। হয়তো চাকুরী পেয়ে সে পরিবারের সদস্যদের ভরণপোষণ করতে পারছে। এই মুহূর্তে তার চাকুরীচ্যুত হলে তার পরিবারের সদস্যদের ভরণপোষণ ও ভবিষ্যৎ কেমন হবে । সেই বিষয় টি চিন্তা করে আশা করি শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা সিদান্ত গ্রহণ করবেন। অবশেষে রাষ্ট্রের কাছে অনুরোধ জাল শিক্ষক দের কাম্য যোগ্যতা না থাকলে তাদেরকে সেই যোগ্যতা অর্জন করার সুযোগ দিন। এবং জাল শিক্ষকদের পরিবার কে অর্থনৈতিক দুর্দশা পতিত না করার অনুরোধ করছি।
আব্দুস সবুর মিয়া, ০৩ অক্টোবর, ২০২৪
ধন্যবাদ। আমার প্রিয় পত্রিকা কে। দৈনিক এক বার হলেও চোখ রাখি প্রত্রিকায়।
MuhammadmAbdul Quddus, ০৩ অক্টোবর, ২০২৪
আরো ভালো করে যাচাই করা প্রয়োজন।অনেক প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান শিক্ষকদের সনদের ভেজাল আছে।
Md. Badsha Ali, ০৩ অক্টোবর, ২০২৪
Education Adviser Sir জাল সনদে চাকরি করা দুই শতাধিক na About, 60000 শিক্ষক আছে . সার্টিফিকেট আছে তারা চাকরি পাচ্ছেন না , জাল সনদ আছে তারা চাকরি পায় Md Badsha Ali (Pk) Chemistry ( NTRCA-- School , College ) Mo 01708-958479, 01727-52600