মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

mohammad mohiuddin, ১৬ অক্টোবর, ২০২৪
চেয়ারম্যানের শেলক পাশের বাড়ির রবিউলের ছাগল চুরি করে খেয়ে ফেলে। এই অবস্থায় রবিউল চেয়ারম্যানের নিকট বিচার দিলে চেয়ারম্যান বার বার বলে এর জন্য আমি তিব্রনিন্দা ও দুঃখ প্রকাশ করিতেছি। রবিউল বলে আপনার তিব্রনিন্দা ও দুঃখ প্রকাশ আপনার নিকট থাক, আমি আমার ছাগল চাই । যে যায় লঙ্কা সে সাজে রাবন। জাতির কপালে দুঃখ আরো আছে।
Md. Mahfizur Rahman, ০৫ অক্টোবর, ২০২৪
খুনি হাসিনার দোসররাই উচ্চ পদে বিদ্যমান। সুতরাং তাদের কথা আগের মতোই।
M. SOHEL RANA, ০৫ অক্টোবর, ২০২৪
দুঃখ প্রকাশ করে লাভ নাই,, পদত্যাগ করুন।
Shaikh Sohel Rana, ০৫ অক্টোবর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের হাত পা বাঁধা। বদলি ব্যবস্থা না থাকায় যে যে এলাকায় চাকুরী করে ঐ এলাকার স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে ( বিশেষ করে হেড টিচারের) সখ্য গড়ে চাকুরী সম্পন্ন করতে হয়। বিপরীতে চললে মারপিট জোটে কপালে। চাই সার্বজনীন বদলী। চাই শিক্ষকদের আর্থসামাজিক মর্যাদা নিশ্চিত করণ । চাই, জাতীয়করণ।
Shaikh Sohel Rana, ০৫ অক্টোবর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের হাত পা বাঁধা। বদলী ব্যবস্থা না থাকায় যে যে এলাকায় চাকুরী করে ঐ এলাকার স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে ( বিশেষ করে হেড টিচারের) সখ্য গড়ে চাকুরী সম্পন্ন করতে হয়। বিপরীতে চললে মারপিট জোটে কপালে। চাই সার্বজনীন বদলী। চাই শিক্ষকদের আর্থসামাজিক মর্যাদা নিশ্চিত করণ । চাই, জাতীয়করণ।
Kazi Ashraf, ০৫ অক্টোবর, ২০২৪
প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল এমপিওভুক্ত শিক্ষকের বদলীর ব্যবস্থা করুন। বদলীহীন একঘেয়েমি চাকরি, অভিশপ্ত কান্নাভরা জীবন।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ০৫ অক্টোবর, ২০২৪
অল্প সময়ের মধ্যে যতটুকু দেওয়া যায় ততোটুকু দিয়ে গেলে আমরা খুশী।