মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

REZAUL ALAM, ০৮ অক্টোবর, ২০২৪
সার্ভারের সমস্যা দুর করে সময় বাড়ানোর জন্য অনুরোধ করছি। ২৪ ঘন্টা ধরে ১০টি সংযুক্তি করা সম্ভব হয়নি। আর মাত্র কয়েক ঘন্টা বাকি এই সময়ের মধ্যে ফাইল আপলোড করা কোনভাবে সম্ভব হবে কী?
নজরুল, ০৮ অক্টোবর, ২০২৪
এমপিও এর কাগজ পাঠানোর সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হলো। আমরা এখনও আমাদের কাগজ পাঠাতে পারিনি।
মো: আব্দুল হাকিম, ০৮ অক্টোবর, ২০২৪
সার্ভার এর সমস্যা দূর করে সাবমিট এর সময় বাড়ানো হউক
Abdullah Al Mamun, ০৭ অক্টোবর, ২০২৪
সার্ভার ঠিক করে কয়েক দিন সময় বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ।
মোঃ নুরুল আমিন ,বাংলাবাজার উচ্চ বিদ্যালয়,হারাগাছ,রংপুর।, ০৭ অক্টোবর, ২০২৪
অক্টোবর /২৪ এমপিও ভূক্তির আবেদনের জটিলতার কারণে emis সার্ভারে কাজ করা যাচ্ছে না। একটার পর একটা সম্স্যা দেখা যায় অধিদপ্তর প্রাগ্রামারের সাথে যোগাযোগ করলে আপগ্রেডের কাজ চলছে অপেক্ষা করুন সময় বৃদ্ধি করা হবে। তাহলে তো ঘন্টার পর ঘন্টা এভাবে সময় নস্ট করার কি দরকার ছিল। সময় বৃদ্ধি করলে রাত জেগে থাকার আর প্রয়োজন হবে না।
মো: হারুনুর রশিদ, ০৭ অক্টোবর, ২০২৪
এমপিও ভূক্তির আবেদনের জটিলতার কারণে কোনভাবেই সার্ভারে কাজ করা যাচ্ছে না। অধিদপ্তর থেোকে এটা জানালে কি সমস্যা হতো যে সার্ভারের আপগ্রেডের কাজ চলছে অপেক্ষা করুন সময় বৃদ্ধি করা হবে। তাহলে তো ঘন্টার পর ঘন্টা এভাবে সময় নস্ট করতাম না। এটা একটা দায়িত্বহীনতা ছাড়া কিছুই না।
MD AZHARUL ISLAM MONDAL, ০৭ অক্টোবর, ২০২৪
এমপিও ভূক্তির আবেদনের সময় হল প্রতি জোড়া মাসের ০১ তারিখ হতে ০৮ তারিখ । কিন্তু দেখা যায়, ঠিক আবেদন করার সময়ই ইএমআইএস এর সার্ভার ডাউন হয় । তাহলে কোটি কোটি টাকা দিয়ে এটা কি বানিয়েছে । তাদের উচিত একাধিক সার্ভার তৈরী করা, যা আবেদনের সময় ব্যবহার করা হবে । পরবর্তীতে সে সকল সার্ভার থেকে ডাটা কালেকশন করবে বা মূল সার্ভারের সাথে অ্যাটাষ্ট থাকবে । শিক্ষকদেরকে হয়রানি করার জন্য এটি একটি হাতিয়ার । আমি মনে করব ইএমআইএস সেলের কর্মকর্তাগণ অদক্ষ । সেই সংগে অনুরোধ করব আবেদনের সময় সীমা বাড়ানোর জন্য ।
idris ahmed, ০৭ অক্টোবর, ২০২৪
এইতো আমাদের দেশ; ফেসবুকতো কখনও দেখি না কোটি কোটি মানুস চালাচ্ছে চলছে কোন সমস্যা নেই যত সমস্যা আমাদের দেশের........... সব সার্ভারের কাজের সময়।
Mohit Ray, Assistant Teacher, Joynob School & College, Shariatpur., ০৭ অক্টোবর, ২০২৪
এমপিও এর কাগজ পাঠানোর সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হলো। আমরা এখনও আমাদের কাগজ পাঠাতে পারিনি।
Abdul Mannan, ০৭ অক্টোবর, ২০২৪
এর জন্য শিক্ষক দের কেনো ভোগান্তি হবে, জবাব চাই,কেনো দুই মাস এর বেতন থেকে বঞ্চিত হবে?