মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mohammad Harunur Rashid, ১১ অক্টোবর, ২০২৪
আমি বিভাগ বিভাজনের বিপক্ষে ছিলাম কারণ একজন এসএসসি পরীক্ষার্থী সব বিষয়ে ধারণা পাওয়ার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। তবে কারিকুলাম ২২ এর বিপক্ষে থাকলেও যেহেতু বিরোধিতা করা নিষেধ ছিল তাই বিরোধিতা করেনি। কিন্তু বিভাগ বিভাজনের বিপক্ষে ছিলাম। তবে আমার পক্ষ বা মতামত কোনো কাজে আসবে কিনা জানিনা। আশা করব বিভাগ বিভাজনটা তুলে দেওয়া উচিত। একবার একটি স্কুলে সহঃপ্রধানের লেখিত পরীক্ষা দিয়েছিলাম। ৩০ নম্বরের প্রশ্নে ১৫ নাম্বার ছিল হিসাব বিজ্ঞানের। ফলে যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স, কেবল তারাই ভালো করতে পেরেছে। যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিভাগ বিভাজন নাথাকত তাহলে সকলে ভালো উত্তর দিতে পরত।
Mohammad Harunur Rashid, ১১ অক্টোবর, ২০২৪
আমি বিভাগ বিভাজনের বিপক্ষে ছিলাম কারণ একজন এসএসসি পরীক্ষার্থী সব বিষয়ে ধারণা পাওয়ার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। তবে কারিকুলাম ২২ এর বিপক্ষে থাকলেও যেহেতু বিরোধিতা করা নিষেধ ছিল তাই বিরোধিতা করেনি। কিন্তু বিভাগ বিভাজনের বিপক্ষে ছিলাম। তবে আমার পক্ষ বা মতামত কোনো কাজে আসবে কিনা জানিনা। আশা করব বিভাগ বিভাজনটা তুলে দেওয়া উচিত। একবার একটি স্কুলে সহঃপ্রধানের লেখিত পরীক্ষা দিয়েছিলাম। ৩০ নম্বরের প্রশ্নে ১৫ নাম্বার ছিল হিসাব বিজ্ঞানের। ফলে যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স, কেবল তারাই ভালো করতে পেরেছে। যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিভাগ বিভাজন নাথাকত তাহলে সকলে ভালো উত্তর দিতে পরত।
Bablur Rahman, ১১ অক্টোবর, ২০২৪
কারিগরীর জন্য আলাদা মন্ত্রণালয় করা ভালো,কারণ প্রতিটা জিনিসে আলাদা থাকা ভালো। এজন্য আমি মনে করি কারিগরির জন্য আলাদাভাবে মন্ত্রণালয় করা হোক।
md. rafikul islam, ১১ অক্টোবর, ২০২৪
২৩ সালের সেপ্টেম্বরে উচ্চতর গ্রেডের আবেদন দিয়েছে স্কেল বদলায়নি।নামেই কারিগরি। কাজে চরম বাজে।এন্ট্রি লেভেলে বেতন ১২৫০০ টাকায় কি সংসার চলে? আমরা মন্ত্রণালয় চাই না,চাই বেতন বৃদ্ধি।
Md.Abiar Rahman, ১০ অক্টোবর, ২০২৪
আমরা আজও বেতন পাইনি এটা কারিগরির উন্নতির লক্ষণ!